সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের জোরদার দাবি করুন ভক্তরা, আবেদন রিয়া সেনের
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দাবি করেন রিয়া সেন
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের জোরদার দাবি করুন ভক্তরা, আবেদন রিয়া সেনের সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের জোরদার দাবি করুন ভক্তরা, আবেদন রিয়া সেনের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/29/265264-sus-riya-sen.jpg)
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় গোটা দেশ জুড়ে শুরু হয়েছে জোর শোরগোল। সুশান্তের বাবা মঙ্গলবার রিয়া চক্রবর্তী-সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পাটনার রাজীব নগর থানায়। শরীর ভাল নেই। তাই মুম্বইতে যেতে পারবেন না বলেই পাটনায় এফআইআর দায়ের করেছেন বলে জানা যায় কে কে সিংয়ের পরিবারের তরফে।
আরও পড়ুন : 'আমার মতো কে আর তোমায় এমন করে ভালবাসবে', ভাইরাল সুশান্ত-অঙ্কিতার ছবি
সুশান্তের বাবা কে কে সিংয়ের এফআইআরের পরপরই রিয়া চক্রবর্তী অর্ন্তবর্তী জামিনের আবেদন করেন। তবে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন কঙ্গনা রানাউত, পায়েল রোহতগিরা। এমনকী, সিবিআই তদন্তের দাবি নিয়ে সরব হলেন অভিনেত্রী রিয়া সেন।
আরও পড়ুন : রিয়ার বিরুদ্ধে পরপর ৭টি বিস্ফোরক প্রশ্ন তুললেন সুশান্তের বাবা
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক বলে দাবি করেন মুনমুন সেনের মেয়ে। সুশান্তের মৃত্য়ুর পিছনে কী কারণ রয়েছে, তদন্তের মাধ্যমে তা প্রকাশ করা হোক বলেও দাবি করেন রিয়া।
আরও পড়ুন : 'সত্যের জয় হবেই', রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের পর মন্তব্য অঙ্কিতার
এদিকে সুশান্তের আত্মহত্যার ঘটনা তদন্ত প্রক্রিয়া যাতে বিহার থেকে সরিয়ে মুম্বইতে নিয়ে আসা হয়, সে বিষয়ে শীর্ষ আদালতের কাছে দাবি জানিয়েছেন রিয়া চক্রবর্তী। রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে ওই আবেদন করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন।