PIC: ছেলেদের হোস্টেলে লুকিয়ে ঝুমকো পরা! 'মেড ইন হেভেন ২' অভিনেত্রীর ছবি ভাইরাল!
Transgender Actor Trinetra Haldar Then And Now Pic Of Jhumkas Goes Viral: ত্রিনেত্রা হালদার গুম্মারাজুর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট হৃদয় জয়ে করে নিয়েছে নেটপাড়ায়। অনেক কিছু বলে দিলেন ডাক্তার-অভিনেত্রী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ত্রিনেত্রা হালদার গুম্মারাজু (Trinetra Haldar Gummaraju), একাধিক পরিচয় তাঁর। কর্নাটকের প্রথম রূপান্তরকামী মহিলা চিকিৎসক তিনি। ভারতের অন্য়তম ট্রান্সজেন্ডার কন্টেন্ট ক্রিয়েটরও বটে। ২৬ বছরের ত্রিনেত্রা অভিনয়জগতেও আত্মপ্রকাশ প্রকাশ করেছেন ‘মেড ইন হেভেন ২’-এ। মেহের চৌধুরী নাম হয়েছিল ত্রিনেত্রার। জেন্ডার ইস্য়ুতে তিনি ইনস্টাগ্রাম দর্শকদের প্রতিনিয়ত শিক্ষিত করে চলেন। সম্প্রতি ত্রিনেত্রা তাঁর রূপান্তরিত হওয়ার যাত্রা তুলে ধরেছেন একটি ছবির মাধ্য়মে। তার সঙ্গে জুড়ে দিয়েছেন লম্বা একটি নোট। রূপান্তরিত হওয়ার আগেও ত্রিনেত্রা কানে ঝুমকো ছিল। আর এখনও তিনি ঝুমকো পরেন। আর এই ছবিই নেটপাড়ায় ঝড় তুলে দিয়েছে।
আরও পড়ুন: KIFF 2023 | Bo Thet Htun: ভাঙা স্বপ্নের টুকরো দিয়ে বো জুড়ে দিতে চাইছেন ছিন্নবিচ্ছিন্ন স্বদেশ...
ত্রিনেত্রার ইনস্টা অ্য়াকাউন্টে নাম ট্রিনট্রিন। তিনি লিখেছেন, 'এক বছরেরও বেশি সময় পরে এই ছবিটি পেলাম। যে ছবি দেখে আমার চোখে জল চলে এসেছে। এখন আমি পুরনো পোস্ট দেখা বন্ধ করে দিয়েছি। এগুলো দেখলে কোথাও একটা আতঙ্ক কাজ করে, আমাকে কোনও হীনতার সঙ্গে ছোট করে দেয়। তবে এই রুক্ষ যাত্রা উদযাপনও করতে হয় সম্মানের সঙ্গে। কোলাজের প্রথম ছবিটিতে একটা বিশেষ দুঃখ লুকিয়ে আছে। আমি নিশ্চিত নই যে, এটা থেকে কখনও বেরিয়ে আসতে পারব কিনা! আমি মায়ের থেকে ঝুমকো নিয়ে আমার বয়েজ হোস্টেল রুমে পরেছিলাম। অনেক দিন পর এটা আমার আরামের কারণ হয়ে যায়। মেড ইন হেভেনের পঞ্চাশ দিনে আমি একটা এইচএমইউ চেয়ারে বসেছিলাম। ধীরে ধীরে ভোলার চেষ্টা করছিলাম যে, একটি মেকআপের বা গয়নার একটা টুকরো পাওয়া কতটা কঠিন ছিল, হাজার হাজার লোকের কাছে সবই দৃশ্যমান। নতুন জগতে প্রবেশ করা, প্রেমের পিছনে ধাওয়া করা, বোম্বের মতো বড় শহরে নিজেদের নতুন এবং উজ্জ্বল সংস্করণ খুঁজে বার করা! আমাদের অতীতকে ভুলে যাওয়া খুব সহজ। তা কে স্বীকার না করা। আমরা কোথাও থেকে শুরু করি। কোথাও কিছু করা সত্য়িই মূল্য়বান হয়ে যায়।' ত্রিনেত্রার এই পোস্ট বিগত এক দিনে ৩৫ হাজারের উপর মানুষের হৃদয় জিতে নিয়েছে।
আরও পড়ুন: KIFF 2023 | Manoj Bajpayee: সিনেমা সেন্সরড হওয়া উচিত নয়, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিস্ফোরক মনোজ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)