নাগার্জুনার বাগান বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ, জোর জল্পনা
পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে
![নাগার্জুনার বাগান বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ, জোর জল্পনা নাগার্জুনার বাগান বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ, জোর জল্পনা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/20/209656-810081-658758-nagarjuna132.jpg)
নিজস্ব প্রতিবেদন: পচাগলা দেহ উদ্ধার হল নাগার্জুনার বাগান বাড়ি থেকে। দক্ষিণের জনপ্রিয় অভিনেতার বাড়ি থেকে পচাগলা দেহ উদ্ধার খবর প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়ে যায়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন : তোয়ালে পরা অবস্থায় রণবীরকে দেখতে চান, আলিয়ার দিকে তাকিয়ে বললেন নুসরত
রিপোর্টে প্রকাশ, মাস ছয়েক আগে তেলাঙ্গানার রঙ্গরেড্ডি জেলায় প্রায় ৪০ একর জমিসহ একটি বাগান বাড়ি কেনেন নাগার্জুনা। বেশ কয়েক বছর ধরে ওই জমিতে কোনও চাষের কাজ হয়নি। ফলে ওই জমিতে নতুন করে চাষের জন্য তোড়জোড় শুরু করেন দক্ষিণী অভিনেতা। ৪০ একর জমিকে চাষযোগ্য করে তুলতেই বর্তমানে বেশ কয়েকজন কর্মী সাফাইয়ের কাজ করছিলেন। বুধবার আচমকা ওই কর্মীরাই পচাগলা দেহ উদ্ধার করেন।
আরও পড়ুন : আত্মহত্যা করলেন জনপ্রিয় নীল তারকা জেসিকা জেমস
নাগার্জুনার বাগান বাড়ি থেকে পচাগলা দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই জোর জল্পনা শুরু হয়ে। সাফাই কর্মীরাই এরপর পুলিসকে খবর দেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যার ঘটনার বলেই মনে করছে পুলিস। তবে তদন্ত শুরু করা হয়েছে। সত্যি না জেনে এই মুহূর্তে কোনও মন্তব্য করা উচিত নয় বলে জানানো হয়েছে পুলিসের তরফে।
পাশাপাশি গত কয়েক মাসে রঙ্গরেড্ডি জেলা থেকে কতজন নিখোঁজ হয়েছেন, সেই তেলিকাও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিস।