নিউ ইয়ার পার্টিতে মাত্র এক ঘণ্টায় উর্বশী কত পারিশ্রমিক নিচ্ছেন জানেন!
পাগলপন্থি-তে অনিল কাপুর, জন আব্রাহামের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ঊর্বশী রউতেলা
![নিউ ইয়ার পার্টিতে মাত্র এক ঘণ্টায় উর্বশী কত পারিশ্রমিক নিচ্ছেন জানেন! নিউ ইয়ার পার্টিতে মাত্র এক ঘণ্টায় উর্বশী কত পারিশ্রমিক নিচ্ছেন জানেন!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/12/05/222074-urvasi.jpg)
নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের শুরুতেই ভাল খবর পেলেন (Urvashi Rautela) ঊর্বশী রউতেলা। নতুন বছর শুরুর মুহূর্তে (Bollywood) বলিউড অভিনেত্রীর পকেটে ঢুকতে চলেছে নগদ ৩ কোটি। না, কোনও সিনেমার জন্য নয়। নতুন বছরের শুরুতে একটি নিউ ইয়ার পার্টি থেকেই এই রোজগার করতে চলেছেন বি টাউনের এই অভিনেত্রী।
রিপোর্টে প্রকাশ, এবার একটি নিউ ইয়ার পার্টিতে হাজির হচ্ছেন ঊর্বশী রউতেলা। সেখান থেকেই কড়কড়ে ৩ কোটি নগদ পকেটে আসতে চলেছে পাগলপন্থি অভিনেত্রীর। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখে কুলুপ এঁটেই রয়েছেন ঊর্বশী।
আরও পড়ুন : সলমনকে নিয়ে দাবাং থ্রি-র কোরিওগ্রাফার যা বললেন, ভাবতেও পারবেন না
সম্প্রতি (Pagalpanti) পাগলপন্থি-তে অভিনয় করছেন ঊর্বশী রউতলা। এই সিনেমায় জন আব্রাহাম, ইলিয়ানা ডিক্রুজ, অনিল কাপুর, কৃতি খাবারন্দা, পুলকিত সম্রাট এবং আরশাদ ওয়ারশির সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি।
শুধু পাগলপন্থি নয়, এর আগে গ্রেট গ্র্যান্ড মস্তি, সনম রে-র মতো একাধিক সিনেমায় অভিনয় করেন ঊর্বশী। তবে বলিউডে এখনও পর্যন্ত সেভাবে পসার জমাতে পারেননি এই অভিনেত্রী।