আত্মমর্যাদার লড়াই, অজয় দেবগণের সঙ্গে বিবাদ শুরু সইফ আলি খানের
মঙ্গলবারই সামনে আসে
![আত্মমর্যাদার লড়াই, অজয় দেবগণের সঙ্গে বিবাদ শুরু সইফ আলি খানের আত্মমর্যাদার লড়াই, অজয় দেবগণের সঙ্গে বিবাদ শুরু সইফ আলি খানের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/11/19/219601-ajay-saif.jpg)
নিজস্ব প্রতিবেদন: মারাঠা ভূমের জন্য জোর লড়াই শুরু হল অজয় দেবগণ এবং সইফ আলি খানের সঙ্গে। মাতৃভূমি এবং ছত্রপতি শিবাজির সম্মান রক্ষার জন্য উদয়ভানের বিপরীতে হাজির হন তানাজি। রক্তক্ষয়ী ওই সংগ্রামে শেষ কে জয়ী হবেন উদয়ভান না তানাজি? সেই উত্তর খুঁজতে হলে অপেক্ষা করতে হবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। কারণ ২০২০ সালের ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে অজয় দেবগণ এবং সইফ আলি খানের তানাজি-দ্য আনসাং ওয়ারিয়র।
আরও পড়ুন : অর্পিতা, আয়ূষের বিবাহবার্ষিকীতে সলমনের সঙ্গে হাজির ক্য়াটরিনা, জ্যাকলিন, সোনাক্ষীরা
দেখুন ট্রেলার...
তানাজিতে অজয় দেবগণ এবং সইফ আলি খানের পাশাপাশি রয়েছেন কাজল, শরদ কেলকর-রা। অজয় দেবগণ অর্থাত তানাজির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে কাজল অর্থাত সাবিত্রীবাইকে। পাশাপাশি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ভূমিকায় দেখা যাচ্ছে লিউক কেনিকে। তবে ভিলেন উদয়ভানের চরিত্রে নজর কাড়লেন সইফ আলি খান। শিকারের উপর সইফের শ্যেন দৃষ্টি ইতিমধ্যেই প্রশংসা পেতে শুরু করেছে দর্শকদের কাছে।
সোমবার মুক্তি পায় গুড নিউজ-এর ট্রেলার। এই অক্ষ কুমার,করিনা কাপুর অভিনিত এই সিনেমায় দলজিত সিং দোসাঞ্জ এবং কিয়ারা আদবানিকেও দেখা যাচ্ছে। গুড নিউজ-এর পর এবার ফের ধামাকা করতে হাজির তানাজি।