রাজ-শুভশ্রীর সঙ্গে যুবান, ভাইরাল টলিউডের জনপ্রিয় জুটির আদর মাখানো ছবি
টলিউডের প্রথম সারির জুটিকে ভালবাসা জানাতে শুরু করেন তাঁদের অনুরাগীরা
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![রাজ-শুভশ্রীর সঙ্গে যুবান, ভাইরাল টলিউডের জনপ্রিয় জুটির আদর মাখানো ছবি রাজ-শুভশ্রীর সঙ্গে যুবান, ভাইরাল টলিউডের জনপ্রিয় জুটির আদর মাখানো ছবি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/24/297647-raararar-yuvaan.jpg)
নিজস্ব প্রতিবেদন : রাজ চক্রবর্তী এবং যুবানের সঙ্গে নতুন ছবি শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। একই ফ্রেমে ৩ জনে হাজির হয়ে ছবি শেয়ার করলেন টিলউডের এই পাওয়ার কাপল। শুভশ্রীর ফ্যান পেজের তরফে শেয়ার করা হয় ওই ছবি।
রাজ, শুভশ্রী এবং যুবনাকে (Yuvaan) এক ফ্রেমে দেখে টলি টাউনের প্রথম সারির দম্পতির অনুরাগীরা ভালবাসা জানাতে শুরু করেন। যুবানের জন্মের পর থেকে রাজ চক্রবর্তী নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। বর্তমানে হাবজি, গাবজির সমস্ত কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও হাবজি গাবজির শ্যুটিং শেষ করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। বর্তামেন বিসমিল্লাহ-র শ্যুটিং নিয়ে তোড়জোড় শুরু করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন : বিকির কোলে অঙ্কিতা, গোয়ার ছবি প্রকাশ্যে আসতেই জোরদার আক্রমণের মুখে অভিনেত্রী
বিয়ের পর, সন্তানের জন্মের পরও নিজের কেরিয়ারকে সমানভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন টলিউডের (Tollywood) এই প্রথম সারির অভিনেত্রী।