WB assembly election 2021: মা তৃণমূলে, প্রেমিকা প্রার্থী, 'জয় শ্রীরাম' বলে BJP-তে Bonny Sengupta

 বিজেপিতে যোগ দিয়ে বনি (Bonny Sengupta) বলেন, ''মানুষের জন্য কাজ করতে চাই। গুরুজনের নির্দেশ মতো চলব। জয় শ্রীরাম''।

Updated By: Mar 15, 2021, 03:06 PM IST
WB assembly election 2021: মা তৃণমূলে, প্রেমিকা প্রার্থী, 'জয় শ্রীরাম' বলে BJP-তে Bonny Sengupta

নিজস্ব প্রতিবেদন : মা পিয়া সেনগুপ্ত কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়ে গিয়েছেন প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায়। প্রচারও শুরু করে দিয়েছেন। বুধবার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে পদ্মশিবিরে নাম লেখালেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সদ্য বিজেপিতে যোগদানকারী রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতারা।  বিজেপিতে যোগ দিয়ে বনি বলেন, ''মানুষের জন্য কাজ করতে চাই। গুরুজনের নির্দেশ মতো চলব। জয় শ্রীরাম''।

গত ২৪ জানুয়ারি ব্রাত্য বসু ও কুণাল ঘোষের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন বনির মা তথা 'ইমপা' (IMPA)র সভাপতি পিয়া সেনগুপ্ত এবং  অভিনেত্রী তথা বনির প্রেমিকা বলেই পরিচিত কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। আসন্ন বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তরের বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীও হয়েছেন কৌশানি। ভোটের প্রচারে অভিনেত্রী ইতিমধ্যেই কৃষ্ণনগরে থাকা শুরু করেছেন। 

আরও পড়ুন-কৃষ্ণনগরেই থাকবেন, বাড়ি ভাড়া খুঁজছেন Koushani Mukherjee

প্রসঙ্গত, তৃণমূলে যোগ দিয়ে বনির মা পিয়া সেনগুপ্ত বলেছিলেন,  ''আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সৈনিক ও কর্মী হিসাবে। ছোট থেকেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত। আমার বাবা অভিনেতা সুখেন দাস দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়)কে ভীষণ স্নেহ করতেন, সম্মান করতেন। সেই সময় থেকে তাঁর সমস্ত কর্মযোগ্য দেখে বড় হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের পাশে থাকতে দেখেছি।  তৃতীয়বারও মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। অঙ্গীকার করছি আমার শেষ রক্তবিন্দু দিয়ে দলের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।''  কৌশানি মুখোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি। 

.