'শেষ রক্ষা করতে পারলাম না', কুশল পঞ্জাবির মৃত্যুতে ভেঙে পড়লেন একতা কাপুর
২৬ ডিসেম্বর রাতে ব্যান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় কুশল পঞ্জাবির মৃতেদহ
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
!['শেষ রক্ষা করতে পারলাম না', কুশল পঞ্জাবির মৃত্যুতে ভেঙে পড়লেন একতা কাপুর 'শেষ রক্ষা করতে পারলাম না', কুশল পঞ্জাবির মৃত্যুতে ভেঙে পড়লেন একতা কাপুর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/12/30/226224-kushal-ekta.jpg)
নিজস্ব প্রতিবেদন : 'আমরা পারলাম না৷ মানসিক টানাপোড়েন সহ্য করতে না পেরে, শেষ পর্যন্ত চলে গেল কুশল৷ স্বর্গে গিয়ে যেন ওঁর শরীরের সঙ্গে আত্মার মিলন হয়৷' কুশল পঞ্জাবির মৃত্যুর পর এভাবেই শোক প্রকাশ করেন (Ekta Kapoor) একতা কাপুর৷
জনপ্রিয় ডেইলি শোপ-এর 'রানি' একতা বিমর্ষ হয়ে পড়েন কুশল পঞ্জাবির মৃত্যুর খবর শুনে৷ কুশলের মৃত্যুর পর তাঁর পরিবার যেন মানসিকভাবে আরও শক্তি পায় এবং কঠিন সময়ে তাঁদের পাশে রয়েছেন বলে জানান একতা৷
আরও পড়ুন : 'শরীর ঠান্ডা, অনেক দেরি হয়ে গিয়েছিল', কুশল পঞ্জাবির মৃত্যু নিয়ে বিস্ফোরক চেতন হংসরাজ
গত ২৬ ডিসেম্বর মুম্বইয়ের ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন জনপ্রিয় অভিনেতা (Kushal Punjabi) কুশল পঞ্জাবি৷ কুশলের মৃত্যুর খবর ছড়াতেই জোর শোরগোল শুরু হয়৷ জানা য়ায়, স্ত্রী অড্রে ডেলহানের সঙ্গে বিচ্ছেদ এবং ৩ বছরের ছেলের সঙ্গে দূরত্বের কারণেই কি শেষ পর্যন্ত চরম পথ বেছে নিলেন কুশল, এমন প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে৷
আরও পড়ুন : সুস্মিতাই 'সম্পূর্ণ' করেছেন, বছর শেষে বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত বাঙালি-কন্যার
মৃত্যুর পর কুশলের শেষকৃত্যে হাজির হন অড্রে ডেলহান৷ চিন থেকে উড়ে আসেন প্রয়াত অভিনেতার ইউরোপিয়ান স্ত্রী এবং ছেলে কিয়ান৷ তবে কুশলের শেষকৃত্যের সময় পরিবারের মানুষ যেন কাছছাড়া করতে চাননি অড্রে-কে৷ সাদা সালওয়ার পরে মুখ ঢেকে, কুশলের শেষকৃত্যের জন্য সান্তাক্রুজে হাজির হন অড্রে ডেলহান৷