ইরফানই ছিলেন দীপিকার 'অন্যতম প্রিয় মানুষ', দেখুন ভিডিয়ো
ভাইরাল হয় পুরনো ভিডিয়ো
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![ইরফানই ছিলেন দীপিকার 'অন্যতম প্রিয় মানুষ', দেখুন ভিডিয়ো ইরফানই ছিলেন দীপিকার 'অন্যতম প্রিয় মানুষ', দেখুন ভিডিয়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/05/07/248803-irrrfan-deepikkaaa.jpg)
নিজস্ব প্রতিবেদন: পিকু-তে একসঙ্গে কাজ করেন তাঁরা। ইরফান খানের সঙ্গে পিকুতে দীপিকা পাডুকনের জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়। ফলে আংরেজি মিডিয়ামের পর ফের দীপিকার সঙ্গে ইরফান জুটি বেঁধে নতুন সিনেমায় কাজ করবেন বলে শোনা যায়। শেষ পর্যন্ত তা আর হল না। আংরেজি মিডিয়াম মুক্তির পরপরই চলে যান ইরফান।
ইরফান খানের মৃত্যুর পর যখন শোকস্তব্ধ গোটা দেশ, সেই সময় তাঁর প্রিয় মানুষের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে যান দীপিকাও। ফলে ইরফানের চলে যাওয়ার পর প্রয়াত অভিনেতাকে নিয়ে পালটা কোনও মন্তব্য করেননি দীপ্পি।
ইরফানের মৃত্যুর পর এবার ভাইরাল হল একটি নতুন ভিডিয়ো। যেখানে একটি অনুষ্ঠানের মাঝে দীপিকাকে দেখে যখন এগিয়ে আসেন ইরফান, তখন জড়িয়ে ধরে রণবীর-ঘরণী। শুধু তাই নয়, ইরফান তাঁ জীবনের অন্যতম প্রিয় মানুষ বলেও প্রকাশ্যে মন্তব্য করেন দীপিকা।
দেখুন সেই ভিডিয়ো...
ইরফান খানের মৃত্যুর পর এবার সেই পুরনো ভিডিয়োই ভাইরাল হতে শুরু করেছে সামাজিক মাধ্যমে।