জ্যাকলিনকে ধমক সলমনের বাবার
উচ্চারণের সমস্যা জ্যাকলিনের!
![জ্যাকলিনকে ধমক সলমনের বাবার জ্যাকলিনকে ধমক সলমনের বাবার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/22/125394-pagejak-slmn.jpg)
নিজস্ব প্রতিবেদন : ‘আলাদিন’, ‘কিক’, ‘রেস থ্রি’, বলিউডে একের পর এক হিট। শ্রীলঙ্কান বিউটি হয়েও জ্যাকলিন ফার্নান্ডেজ এখন বলিউডের তাবড় নায়িকা। কিন্তু, শ্রীলঙ্কান বিউটিকে রীতিমত ধমকে দিলেন সলমনের বাবা সেলিম খান।
আরও পড়ুন : মুম্বইতে এলেন নিক, ক্যামেরা দেখেই গাড়ির কাঁচ তুলে দিলেন প্রিয়াঙ্কা
একটি সংবাদ মাধ্যমের সাক্ষাতকারে জ্যাকলিন বলেন, সেলিম খানের ধমক খেয়েছেন তিনি। জ্যাকলিনকে সেলিম খান বলেন, প্রথমে ভাল করে হিন্দি শিখুন, তারপর উর্দু শিখবেন। এরপরই জ্যাকলিন উর্দু শিখবেন বলে স্থির করেন। জ্যাকলিন এখন একটু একটু করে উর্দু শিখতে শুরু করেছেন। প্রথমে উর্দু লেখার অনুশীলন শুরু করেছেন। এরপর একটু একটু করে উর্দু বলাও জ্যাকলিন শুরু করবেন বলেও জানিয়েছেন শ্রীলঙ্কান বিউটি নিজে।
আরও পড়ুন : নিকের সঙ্গে প্রকাশ্যে ঘনিষ্ঠ প্রিয়াঙ্কা, ভাইরাল ছবি
‘রেস থ্রি’-র পর বর্তমানে সলমন খানের সঙ্গে ‘ডি দাবাং’ ট্যুর নিয়ে ব্যস্ত জ্যাকলিন ফার্নান্ডেজ। সলমন খানের সঙ্গে ওই ট্যুরে রয়েছেন ডেইজি শাহ, সোনাক্ষী সিনহাও।