বাফটায় রাজ 'দ্য রেভেন্যান্ট'-এর

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা বাফটায় জয়জয়কার আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতুর 'দ্য রেভেন্যান্ট'-এর। এই সিনেমায় কিংবদন্তি অভিযাত্রী হিউ গ্লাসের জীবনীতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন লিওনার্দো দ্য ক্যাপ্রিও। এখনও পর্যন্ত কোনওদিন অস্কার না জেতা লিওনার্দোর কাছে এই জয় তাঁর অধরা মাধুরী জিততে সাহায্য করবে বলে বিশেষজ্ঞমহলের ধারনা। অবাক করা হলেও কোনও পুরস্কারই জিততে পারল না দ্য মার্শিয়ান।  ৬৯তম আসরে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক পাঁচটি পুরস্কার জিতলো আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতুর ‘দ্য রেভেন্যান্ট’।

Updated By: Feb 15, 2016, 08:48 PM IST
বাফটায় রাজ 'দ্য রেভেন্যান্ট'-এর

ওয়েব ডেস্ক: ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা বাফটায় জয়জয়কার আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতুর 'দ্য রেভেন্যান্ট'-এর। এই সিনেমায় কিংবদন্তি অভিযাত্রী হিউ গ্লাসের জীবনীতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন লিওনার্দো দ্য ক্যাপ্রিও। এখনও পর্যন্ত কোনওদিন অস্কার না জেতা লিওনার্দোর কাছে এই জয় তাঁর অধরা মাধুরী জিততে সাহায্য করবে বলে বিশেষজ্ঞমহলের ধারনা। অবাক করা হলেও কোনও পুরস্কারই জিততে পারল না দ্য মার্শিয়ান।  ৬৯তম আসরে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক পাঁচটি পুরস্কার জিতলো আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতুর ‘দ্য রেভেন্যান্ট’।

এক নজরে দেখে নেওয়া বাফটায় জয়ীদের--

সেরা সিনেমা চলচ্চিত্র : দ্য রেভেন্যান্ট
সেরা অভিনেতা:  লিওনার্দো দ্য ক্যাপ্রিও (দ্য রেভেন্যান্ট)
সেরা পরিচালক : আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু (দ্য রেভেন্যান্ট)
সেরা অভিনেত্রী : ব্রি লারসন (রুম)
সেরা অ্যানিমেটেড সিনেমা : ইনসাইড আউট

সেরা পার্শ্ব অভিনেতা : মার্ক রাইল্যান্স (ব্রিজ অব স্পাইস)
সেরা পার্শ্ব অভিনেত্রী : কেট উইন্সলেট (স্টিভ জবস)
অ্যাডাপ্টেড চিত্রনাট্য : দ্য বিগ শর্ট (অ্যাডাম ম্যাককে, চার্লস র‌্যান্ডলফ)

ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন : এডমন্ড
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : অপারেটর
চিত্রগ্রহণ : দ্য রেভেন্যান্ট (ইমানুয়েল লুবেজকি)
পোশাক পরিকল্পনা : ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (জেনি বিভ্যান)
প্রামাণ্যচিত্র : অ্যামি
উঠতি তারকা : জন বয়েগা

সেরা সম্পাদনা : ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (মার্গারেট সিক্সেল)
বিদেশি ভাষার ছবি : ওয়াইল্ড টেলস
রূপ ও চুলসজ্জা : ম্যাড ম্যাক্স: ফিউরি রোড
মৌলিক সুর : দ্য হেইটফুল এইট (এনিও মোরিকন)
মৌলিক চিত্রনাট্য : স্পটলাইট (টম ম্যাককার্থি, জশ সিঙ্গার)

আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ছবি : ব্রুকলিন
আউটস্ট্যান্ডিং নতুন ব্রিটিশ লেখক, পরিচালক/প্রযোজক : দ্য থিব (রুপার্ট লয়েড)
শিল্প নির্দেশনা : ম্যাড ম্যাক্স: ফিউরি রোড
শব্দ : দ্য রেভেন্যান্ট
স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস : স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স

Tags:
.