কলকাতায় জায়েদ
অনেকদিন বড় পর্দায় তাঁর দেখা নেই, তবে ২০১৭-র শুরুতেই অ্যাকশন থ্রিলার নিয়ে কামব্যাক করছেন জায়েদ খান। নতুন অ্যাপ লঞ্চে শহরে এলেন জায়েদ খান। নিজেও এই অ্যাপ ব্যবহার করেন। বন্ধু তৈরি করার জন্য এই অ্যাপ নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠবে, এমনটাই ধারণা তাঁর।
![কলকাতায় জায়েদ কলকাতায় জায়েদ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/22/70976-zaedkhan.jpg)
ওয়েব ডেস্ক: অনেকদিন বড় পর্দায় তাঁর দেখা নেই, তবে ২০১৭-র শুরুতেই অ্যাকশন থ্রিলার নিয়ে কামব্যাক করছেন জায়েদ খান। নতুন অ্যাপ লঞ্চে শহরে এলেন জায়েদ খান। নিজেও এই অ্যাপ ব্যবহার করেন। বন্ধু তৈরি করার জন্য এই অ্যাপ নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠবে, এমনটাই ধারণা তাঁর।
আরও পড়ুন- করণের সঙ্গে কি সত্যিই সুখে আছেন? বিপাশা নিজেই জানালেন কেমন আছেন
হৃতিকের সঙ্গে সুজানের বিচ্ছেদ ঘটলেও এখনও যে হৃতিকের সঙ্গে তাঁর বেশ ঘনিষ্ট সম্পর্ক তা বোঝা গেল কাবিল প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়ায়। নোট বাতিলের জেরে যখন দেশ জুড়ে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন, তখন জায়েদের মতে বলিউড ইন্ডাস্ট্রিতে কোনও সমস্যা নেই।