আমেঠিতে রাহুলের হয়ে নির্বাচনী প্রচারে প্রিয়াঙ্কার রোষানলে বিজেপি
অমেঠিতে ভাই রাহুল গান্ধীর হয়ে প্রচারে গিয়ে বিজেপিকে একহাত নিলেন প্রিয়াঙ্কা বঢরা। তাঁর দাবি, এলাকার মানুষ বাস্তব আর নাটকের মধ্যে ফারাক করতে জানেন। যাঁরা রাহুলের বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তাঁরা কেউই অমেঠিকে ভালবেসে প্রার্থী হননি। স্রেফ রাহুলের বিরোধিতা করাই তাঁদের উদ্দেশ্য। অন্যদিকে, গুজরাতের আমরেলিতে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুলের অভিযোগ, মোদীর ধাক্কায় বিজেপির অন্য সব প্রথম সারির নেতারা আশেপাশে ছিটকে গিয়েছেন।
অমেঠিতে ভাই রাহুল গান্ধীর হয়ে প্রচারে গিয়ে বিজেপিকে একহাত নিলেন প্রিয়াঙ্কা বঢরা। তাঁর দাবি, এলাকার মানুষ বাস্তব আর নাটকের মধ্যে ফারাক করতে জানেন। যাঁরা রাহুলের বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তাঁরা কেউই অমেঠিকে ভালবেসে প্রার্থী হননি। স্রেফ রাহুলের বিরোধিতা করাই তাঁদের উদ্দেশ্য। অন্যদিকে, গুজরাতের আমরেলিতে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুলের অভিযোগ, মোদীর ধাক্কায়
বিজেপির অন্য সব প্রথম সারির নেতারা আশেপাশে ছিটকে গিয়েছেন।
প্রতিবারের মতো এ বারও ভাই রাহুল গান্ধীর গান্ধীর হয়ে প্রচারে নেমেছেন প্রিয়াঙ্কা বঢরা। শনিবার অমেঠিতে প্রচারে গিয়ে এলাকার উন্নয়নে রাহুলের উদ্যোগের তালিকা তুলে ধরার পাশাপাশি তোপ দাগলেন বিজেপির দিকেও। বললেন, মানুষ সঠিক সিদ্ধান্তই নেবেন। বাস্তব আর নাটকের মধ্যে তাঁরা ফারাক করতে জানেন। তাঁর আরও অভিযোগ, এই কেন্দ্রে যাঁরাই রাহুলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, শুধু বিরোধিতা করাই তাঁদের লক্ষ্য। অমেঠির প্রতি ভালবাসা নেই।
গুজরাতের আমরেলিতে নির্বাচনী প্রচারে রাহুল সরব মোদী-হাওয়ার বিরুদ্ধে। তাঁর অভিযোগ, নরেন্দ্র মোদী এবং তাঁর সহযোগী আদানির আঁতাঁতে বিজেপির প্রথম সারির নেতারা পিছনে চলে গিয়েছেন।