বিতর্কে দুই তারকা প্রার্থী- বেফাঁস মন্তব্য শতাব্দির, ইডির ফের তলব অর্পিতাকে

নির্বাচনী জনসভায় বিতর্কিত মন্তব্য করে নির্বাচন কমিশনের নজরদারিতে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। গতকাল মহম্মদবাজারে এক জনসভায় তিনি বলেন, যে এলাকা তৃণমূলকে বেশি ভোট দেবে, সেখানে আগে উন্নয়ন হবে এবং বেশি উন্নয়ন হবে। যারা তৃণমূলকে কম ভোট দেবে সেখানে পরে উন্নয়ন হবে। তৃণমূল সাংসদের এই বক্তব্যের সিডি চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

Updated By: Apr 27, 2014, 09:10 PM IST

বিতর্কে দুই তারকা প্রার্থী- বেফাঁস মন্তব্য শতাব্দির, ইডির ফের তলব অর্পিতাকে

নির্বাচনী জনসভায় বিতর্কিত মন্তব্য করে নির্বাচন কমিশনের নজরদারিতে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। গতকাল মহম্মদবাজারে এক জনসভায় তিনি বলেন, যে এলাকা তৃণমূলকে বেশি ভোট দেবে, সেখানে আগে উন্নয়ন হবে এবং বেশি উন্নয়ন হবে। যারা তৃণমূলকে কম ভোট দেবে সেখানে পরে উন্নয়ন হবে। তৃণমূল সাংসদের এই বক্তব্যের সিডি চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

নাট্যকর্মী এবং তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে ফের তলব করল ইডি। এর আগে শুক্রবারই ইডি দফতরে টানা আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অর্পিতা ঘোষকে। ইডি সূত্রে খবর, আগের দিন জিজ্ঞাসাবাদে অর্পিতা বেশ কিছু গুতুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

তিনি কিছু নথিপত্রও ইডিকে দেবেন বলে জানিয়েছেন। তদন্তকারীদের আশা, অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর দেওয়া নথি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে। সোমবারই সম্ভবত অর্পিতা ঘোষ যেতে পারেন ইডি দফতরে।

.