এসএমএস করেই হদিশ মিলবে ভো্ট লাইনের দৈর্ঘ্যের, দেশের মধ্যে বর্ধমানে শুরু হতে চলেছে নয়া সুবিধা

গোটা দেশে সম্ভবত এই প্রথম নির্বাচনে চালু হচ্ছে কিউ ইনফরমেশন সিস্টেম। বর্ধমান জেলায় এবার এই সুবিধে মিলবে। জেলাশাসক সৌমিত্রমোহন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটররা এসএমএস করে জেনে নিতে পারবেন ভোটের লাইনের অবস্থা।

Updated By: Apr 25, 2014, 08:24 PM IST

গোটা দেশে সম্ভবত এই প্রথম নির্বাচনে চালু হচ্ছে কিউ ইনফরমেশন সিস্টেম। বর্ধমান জেলায় এবার এই সুবিধে মিলবে। জেলাশাসক সৌমিত্রমোহন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটররা এসএমএস করে জেনে নিতে পারবেন ভোটের লাইনের অবস্থা।

মোবাইল নম্বরটি হল ৯২৩০০-৮৫০০৫। প্রথমে আধঘণ্টা অন্তর, পরের দিকে পনের মিনিট অন্তর ফোন করে ভোটাররা লাইনের অবস্থা জেনে নিতে পারবেন। ফলে দীর্ঘসময় লাইনে দাঁড়ানো থেকে রেহাই পাবেন বর্ধমানের ভোটাররা। এমনকী জেলার জন্য আলাদা একটি ওয়েবসাইট খোলা হচ্ছে। ওই সাইটে ক্লিক করলেই জেলার প্রতিটি বুথের বিস্তারিত তথ্য জানা যাবে।

.