দাঁত ঝকঝকে সাদা রাখার মোক্ষম দাওয়াই রয়েছে আপনার হাতের কাছেই

Updated By: Sep 19, 2017, 09:23 PM IST
দাঁত ঝকঝকে সাদা রাখার মোক্ষম দাওয়াই রয়েছে আপনার হাতের কাছেই

ওয়েব ডেস্ক: ভালো জামাকাপড় পড়েছেন, হেব্বি সেজেছেন, কিন্তু হাঁসলেই কেল্লাফতে! মনের মানুষকে ইমপ্রেস করতে বাধ সাজছে আপনার হলুদ দাঁত। দাঁত সাদা করার জন্য কত কিছুই না করেছেন, ডাক্তারের কাছেও গেছেন। কিন্তু ‌যে কে সেই? কিন্তু আপনি কি জানেন দাঁত সাদা রাখার জন্য সহজ উপায় রয়েছে আপনার হাতের কাছেই।

তেজপাতা দিয়ে আপনি একটি মিশ্রণ তৈরি করতে পারবেন ‌যা আপনার দাঁত সাদা ঝকঝকে রাখবে.. কীভাবে তৈরি করবেন মিশ্রণ দেখে নিন..

 

উপকরণ

তেজপাতা ৪ টি

কমলা লেবুর খোসা সমপরিমাণ

মুখে দুর্গন্ধ বা মাড়িতে ব্যাথা থাকলে লবঙ্গ ২-৩ টি

 

প্রণালি

তেজপাতা বেটে নিন কিংবা মিহি করে গুঁড়ো করে নিন

কমলা লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে লবঙ্গের সঙ্গে মিশিয়ে নিন

এবার ওই মিশ্রণটির মধ্যে সামান্য লবণ দিয়ে দিন

কীভাবে ব্যবহার করবেন?

এই মিশ্রণটি দিয়ে সপ্তাহে তিন দিন দাঁত মাজুন। দাঁতের হলুদ ভাবের উপর নির্ভর করে দিনে দু থেক তিন বার ব্যবহার করুন। আপনার দাঁক থাকবে ঝকঝকে মুক্তোর মতো। আপনার জন্য রইল ভিডিওটি..

 

 

 

.