ভারতকে আত্মহত্যার রাজধানী আখ্যা দিল WHO
সারা বিশ্বের মধ্য সবথেকে বেশি মানুষ আত্মহত্যা করেন ভারতে। ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশনের (WHO)-এর রিপোর্ট বলছে ভারতে প্রতি ৪০ সেকেন্ডে আত্মহত্যা করেন একজন। গত এক দশকের রেকর্ড খতিয়ে দেখে এই তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ওয়েব ডেস্ক: সারা বিশ্বের মধ্য সবথেকে বেশি মানুষ আত্মহত্যা করেন ভারতে। ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশনের (WHO)-এর রিপোর্ট বলছে ভারতে প্রতি ৪০ সেকেন্ডে আত্মহত্যা করেন একজন। গত এক দশকের রেকর্ড খতিয়ে দেখে এই তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
রিপোর্ট বলছে ২০১২ সালে ভারতে মোট ২.৫ লক্ষ মানুষ আত্মঘাতী হয়েছেন, ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যেই আত্মহত্যার প্রবণতা বেশি এবং মহিলাদের থেকে পুরুষরাই বেশি আত্মহননের পথ বেছে নেন। হু-এর মেন্টাল হেল্থ অ্যান্ড সাবস্টেন্স অ্যাবিউজ বিভাগের প্রধান লেখক শেখর সাক্সেনা জানান, এই সংখ্যা শুধুই আত্মহত্যায় সফল ব্যক্তিদের। এর অন্তত ২০ গুণ মানুষ আত্মহত্যার চেষ্টা করেন।
অধ্যাপক এম সি মিশ্র মনে করেন, আগামী সময়ে আরও বড় আকার ধারণ করবে এই সমস্যা। সামাজিক সুবিধা, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, শিক্ষার অধিকার ও স্বাস্থ্য সচেতনতা কিছু মানুষের মধ্যে পুঞ্জীভূত হওয়ার কারণেই বাড়ে আত্মহত্যা। তিনি বলেন, কিছুদিন আগেই আমার বোনের মেয়ে অকারণ আত্মহত্যা করেছে। এই সমস্যা রুখতে আমাদের গঠনমূলক চিন্তাভাবনা করতে হবে, সমস্যার গভীরে গিয়ে কারণ খুঁজে বের করতে হবে কারণ যে একবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়, সে আবারও চেষ্টা করবে।
যদিও হু মনে করে বেশিরভাগ আত্মহত্যাই রোখা যায়। তাদের মতে ভারতে সবথেকে আগে আত্মহত্যার চেষ্টা অপরাধের আওতামুক্ত করা উচিত্। এখন দেশে আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ মানুষদের গ্রেফতার করা হয়, জেলও হয় তাদের। এই অবস্থায় তারা আরও বেশি অবসাদগ্রস্ত হয়ে পড়ে।
দেখা গিয়েছে আর্থিকভাবে উন্নত রাজ্যগুলিতেই আত্মহত্যার প্রবণতা বেশি। এর মধ্যে রয়েছে পঞ্জাব, কেরল ও তামিল নাড়ু।