দেশে ১দিনে করোনা আক্রান্ত ২ লক্ষ ৪৭ হাজার, মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজই বৈঠক মোদীর
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন।
নিজস্ব প্রতিবেদন: ভারতে যত দিন যাচ্ছে ততই ঊর্ধ্বমুখী হচ্ছে কোভিড গ্রাফ (Coronavirus)। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পজিটিভিটি রেট, অ্যাক্টিভ কেস বাড়ছে লাফিয়ে৷ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। যা বুধবারের থেকে প্রায় অনেকটাই বেশি৷
এদিকে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে দেশের পটিজিভিটি রেট। এরই মধ্যে তা বেড়ে হয়েছে ১৩.১১ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেটও বেড়ে হয়েছে ১০ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্ত ৫ হাজার ৪৮৮ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১১ লক্ষ ১৭ হাজার ৫৩১ জন। যা আগের দিনের থেকে প্রায় ১ লক্ষ ৬২ হাজার বেশি। দেশের এই পরিসংখ্যান নিয়ে রীতিমতো উদ্বেগ বাড়ছে।
আরও পড়ুন, Booster Dose: বারবার বুস্টার ডোজ কোনও স্থায়ী সমাধান নয়; সতর্ক করলেন বিশেষজ্ঞরা
এদিকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে আজ বিকেলে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বুধবার পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কেন্দ্র। দেশজুড়ে করোনা সংক্রমণের হারে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলায় পজিটিভিটি রেট ৩২.১৮ শতাংশ। তারপরেই রয়েছে দিল্লি (২৩.১ শতাংশ), মহারাষ্ট্র (২২.৩৯ শতাংশ)।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানিয়েছিলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশের ৩০০-র বেশি জেলায় পজিটিভিটি রেট ৫ শতাংশের বেশি। কলকাতায় যা সবচেয়ে বেশি, ৬০.২৯ শতাংশ। যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রও।