Covid Update: ৯৭.২৮% হারে দেশে করোনা মুক্ত হচ্ছে মানুষ, মৃত ৫৪২
এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ৪২২। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১২ হাজার ৫৩১ জনের।
নিজস্ব প্রতিবেদন: ৯৭.২৮% হারে দেশে করোনা মুক্ত হচ্ছে মানুষ। সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে ১.৩৯ % হারে। স্বাস্থ্য় মন্ত্রকের রিপোর্ট মোতাবেক ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন। অর্থাৎ ১.৯৯% হারে রোজ আক্রান্ত হচ্ছেন মানুষ। সেখানে সুস্থ হয়েছেন ৪০ হাজার ২৬ জন। ১ দিনে মৃতের সংখ্যা ৫৪২।
তবে আক্রান্তের সংখ্যা গত ২৫ দিনে ৩ % থেকে কমে ১.৯৯% পৌঁছে গিয়েছে। সপ্তাহে ২.১৪% হারে আক্রান্ত হচ্ছেন মানুষ। দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছে গিয়েছে ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯। সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ৮২৯ জন।
India reports 38,949 new #COVID19 cases, 40,026 recoveries, & 542 deaths in the last 24 hours, as per Health Ministry
Total cases: 3,10,26,829
Total recoveries: 3,01,83,876
Active cases: 4,30,422
Death toll: 4,12,531Total vaccinated: 39,53,43,767 (38,78,078 in last 24 hrs) pic.twitter.com/9vdgx85O3j
— ANI (@ANI) July 16, 2021
এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ৪২২। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১২ হাজার ৫৩১ জনের। ইতিমধ্যে ভ্যাকসিন পেয়েছেন, ৩৯ কোটি ৫৩ লক্ষ ৪৩ হাজার ৭৬৭ জন।
Recovery rate increases to 97.28%. Active cases constitute 1.39% of total cases. Weekly positivity rate remains below 5%, currently at 2.14%. Daily positivity rate at 1.99%, less than 3% for 25 consecutive days. Testing capacity ramped up, 44.00cr total conducted: Health Ministry
— ANI (@ANI) July 16, 2021