কীভাবে ভয়ঙ্কর জিকার হাত থেকে নিজেকে বাঁচাবেন? জেনে নিন
দেশের বিভিন্ন জায়গায় জিকা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। চিকিত্সকেরাও এই রোগ সঠিকভাবে ধরতে পারছেন না। জেনে নিন কীভাবে এই রোগ প্রতিরোধ করবেন-
ওয়েব ডেস্ক: দেশের বিভিন্ন জায়গায় জিকা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। চিকিত্সকেরাও এই রোগ সঠিকভাবে ধরতে পারছেন না। জেনে নিন কীভাবে এই রোগ প্রতিরোধ করবেন-
১) আপনি যদি এমন কোনও জায়গায় যেতে চান, যেখানে জিকা ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছেন, তাহলে অবশ্যই বড় হাতাওয়ালা বা ঢাকা পোশাক পরবেন। খেয়াল রাখবেন যেন কোনওভাবেই মশা কামড়াতে না পারে। চেষ্টা করবেন বাড়ি থেকে কম বেরোতে।
২) ঘরের আশেপাশে কোনওভাবেই যাতে মশা ডিম পাড়তে না পারে, সেদিকে লক্ষ রাখবেন। বাড়িতে কোনও পাত্রে, ফুলের টবে জম জমতে দেবেন না।
৩) বাড়ির জানলা দরজা বন্ধ করে রাখবেন।
৪) অন্তঃসত্ত্বা মহিলারা এই সময়ে খুব সচেতন থাকবেন।