Tomato Flu: চোখ রাঙাচ্ছে Tomato Flu, শিশুদের এই রোগ নিয়ে আতঙ্কে একাধিক রাজ্য

টোমাটো ফ্লু-কে হল হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এটি একধরনের ভাইরাস ঘটিত বাচ্চাদের রোগ। বেশ ছোঁয়াচে এই রোগটি

Updated By: May 24, 2022, 07:05 PM IST
Tomato Flu: চোখ রাঙাচ্ছে Tomato Flu, শিশুদের এই রোগ নিয়ে আতঙ্কে একাধিক রাজ্য
ছবি-প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: কখনও করোনা, তো কখনও মাঙ্কি পক্স। এবার চোখ রাঙাচ্ছে টোমাটো ফ্লু(Tomato Flu)। ওড়িশার ২৬টি শিশু আক্রান্ত হয়েছে এই রোগে। তাদের অবস্থা উদ্বেগজনক না হলেও নতুন এই রোগ ভাবাচ্ছে রাজ্য সরকারকে। 

টোমাটো ফ্লু-কে হল হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এটি একধরনের ভাইরাস ঘটিত বাচ্চাদের রোগ। কস্কাকি ভাইরাসের সংক্রমণে এই রোগে আক্রান্ত হয় বাচ্চারা। বেশ ছোঁয়াচে এই রোগটি। সাধারণভাবে ধূম জ্বর, গায়ে ব্যথা, মাথা যন্ত্রণা আর শরীরে পক্সের মতো ফোসকা দেখা দেয় এই রোগে। ফোসকাগুলো প্রধাণত দেখা যায় হাত,পা আর মুখের চারপাশে। তাই একে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ বলা হয়। অনেকেই ছোটবেলায় এই রোগে আক্রান্ত হয়।

উপসর্গ

জ্বর, গায়ে ব্যথা, হাত, পা মুখের চারপাশে পক্সের মতো ফোসকা, মাথা যন্ত্রণা, সোর থ্রোট বা গলা ব্যথা। 

করণীয় 

* সাধারণভাবে এই রোগে আক্রান্ত শিশুরা ৫-৭ দিনের মধ্যেই সেরে ওঠে। 

* বেশি করে ফ্লুইড খাওয়াতে হবে।

* ফোসকা কোনওভাবেই কাটাছেঁড়া করা যাবে না।

* আক্রান্ত রোগীর পোশাক, থালাবাটি ভালোভাবে ধুয়ে জীবাণু মুক্ত করতে হবে যাতে এটি অন্য কারও শরীরে ছড়িয়ে পড়তে না পারে। 

* হালকা গরম জল স্নান করাই ভালো।

* জ্বর না কমলে বা শিশু খাওয়া-দাওয়া বন্ধ করে দিলে, নেতিয়ে পড়লে, অস্বস্তি বোধ করলে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

উল্লেখ্য, টোমাটো ফ্লুর উপরে নজর রাখতে ২৪ জনের একটি টিম গঠন করেছে কেরল সরকার। কর্ণাটকেও রাজ্য সরকার কেরল থেকে আগত মানুষজনের উপরে নজর রাখার নির্দেশ দিয়েছে। 

আরও পড়ুন-Cheeta Attack: ভয়ঙ্কর অভিজ্ঞতা, চা বাগান থেকে আচমকাই ঘাড়ে লাফিয়ে পড়ল ২ চিতাবাঘ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.