Last Updated: April 18, 2014 15:22
বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন প্রধান সুনীল গাভাসকর বললেন `সততা নিয়ে কোনও আপস নয়`। আইপিএল সেভেনের প্রথম ম্যাচ চলাকালীন তিনি জানান, সততা আর খেলা যেখানে একসঙ্গে যুক্ত সেখানে কোনও আপস নেই। গতবছর আইপিএল নিয়ে যে কলঙ্কের দাগ লেগেছে তা বদলানো দরকার। আইপিএলের ভাবনাও বদলানো দরকার এমনই কিছু অভিযোগ তুললেন সানি।
তবে গাভাসকর আইপিএলের উদ্দিপনায় মুগ্ধ। তিনি মনে করেন অনেক সত্ ক্রিকেটার এই খেলার সঙ্গে যুক্ত। এইসব ক্রিকেটাররা সবসময় চেষ্টা করে ভালো ক্রিকেট দিতে। তাঁদের উপর বিশ্বাস রাখা দরকার ক্রিকেটপ্রেমীদের। তিনি আরও জানান কয়েকজনের খারাপ কৃতকর্মের ফল আইপিএল ভুগবেনা। আইপিএলের পাশে থেকে আইপিএলের ত্রুটি সারাতে হবে।
First Published: Friday, April 18, 2014, 15:22