"বাধ্য হয়ে ধর্মঘট"

শখ করে নয়, বাধ্য হয়েই আগামী ২৮ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠনগুলি। সরকারের নীতির জন্যই তাঁরা ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেছেন, ধর্মঘটের রাস্তায় গিয়ে রাজ্যকে অচল করার পক্ষপাতী নয় বামেরা। তবে প্রতিবাদের শেষপথ হিসেবেই তাঁরা ধর্মঘটের রাস্তায় হাঁটছেন।

Updated By: Feb 11, 2012, 07:06 PM IST

শখ করে নয়, বাধ্য হয়েই আগামী ২৮ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠনগুলি। সরকারের নীতির জন্যই তাঁরা ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেছেন, ধর্মঘটের রাস্তায় গিয়ে রাজ্যকে অচল করার পক্ষপাতী নয় বামেরা। তবে প্রতিবাদের শেষপথ হিসেবেই তাঁরা ধর্মঘটের রাস্তায় হাঁটছেন।
শনিবার পরিবহণ শ্রমিকদের এক সমাবেশে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন দীর্ঘদিন ধরেই অনিয়মিত হয়ে পড়েছে রাজ্যের সরকারি পরিবহণকর্মীদের বেতন। তাঁর অভিযোগ, রাজ্যে কৃষি-স্বাস্থ্য-পরিবহণ সব ক্ষেত্র মুখ থুবড়ে পড়েছে। তবে সরকার ব্যস্ত উত্‍সব নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘটের তীব্র বিরোধিতা করলেও, শ্রমিক সংগঠনগুলি তাঁদের ধর্মঘটের অধিকার থেকে সরে আসতে নারাজ।
আর সেই কারণেই ২৮ ফেব্রুয়ারির ধর্মঘটকে সফল করতে জোরদার প্রচার শুরু করে দিয়েছেন তাঁরা। উন্নয়ণ বনাম ধর্মঘট বিতর্কে এই মুহুর্তে সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই সব রাজনৈতিক দলের কাছে ধর্মঘট করে রাজ্যকে অচল না করার অনুরোধ জানাচ্ছেন। বামেদের পাল্টা বক্তব্য সরকারের নীতির কারণেই ধর্মঘটের রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা।

.