২ সিপিআইএম নেতা খুন, তীব্র নিন্দায় সরব বিশিষ্টজনেরা

বর্ধমানের দেওয়ানদিঘিতে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির ডাকা ২৮ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের সমর্থনে আয়োজিত একটি মিছিলে সশস্ত্র তৃণমূল বাহিনীর আক্রমণে বর্ধমান (উত্তর) কেন্দ্রের সিপিআইএম বিধায়ক প্রদীপ তা ও কমল গায়েন খুনের মতো নৃশংস ঘটনার তীব্র সমালোচনা উঠেছে বিভিন্ন মহলে। ঘটনার নিন্দায় সরব সাহিত্য থেকে শিল্পমহলও।

Updated By: Feb 22, 2012, 05:25 PM IST

বর্ধমানের দেওয়ানদিঘিতে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির ডাকা ২৮ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের সমর্থনে আয়োজিত একটি মিছিলে সশস্ত্র তৃণমূল বাহিনীর আক্রমণে বর্ধমান (উত্তর) কেন্দ্রের সিপিআইএম বিধায়ক প্রদীপ তা ও কমল গায়েন খুনের মতো নৃশংস ঘটনার তীব্র সমালোচনা উঠেছে বিভিন্ন মহলে। ঘটনার নিন্দায় সরব সাহিত্য থেকে শিল্পমহলও।

বাদশা মৈত্র, অভিনেতা : এই ঘটনা ভয়ঙ্কর। আমি তো শুনে ভীত হয়ে পড়েছি। যে ভাবে সন্ত্রাস চলছে, তা ভয়াবহ। আমি ঘটনাটা শুনে বিশ্বাস করতে পারছিলাম না। সমস্ত মানুষ এর বিরুদ্ধে এখনই রাস্তায় না নামলে, ভবিষ্যতে সাংঘাতিক দিন আসতে চলেছে। যে সত্তর-বাহাত্তরের গল্প আমরা শুনেছি, দেখিনি, সেই সত্তর-বাহাত্তরের পূর্বাভাস এই ঘটনা।

সুচিত্রা ভট্টাচার্য, সাহিত্যিক : আমার এই রাজনৈতিক হানাহানি একেবারেই বরদাস্ত হয় না। প্রত্যেকদিন একবার সিপিআইএম আক্রমণ করছে, একবার তৃণমূল আক্রমণ করছে, অকারণে এই ভাবে মৃত্যু হচ্ছে। রাজনৈতিক হানাহানি তো শুরু হওয়া উচিত নয়। এটা তো প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। আবার শুরু হয়েছে। আমার খুব খারাপ লাগছে। ব্যক্তিগত ভাবে খুব পিড়িত বোধ করছি।

.