পরিবহণ মন্ত্রীর হাসপাতালের কেবিনে ২৪ ঘণ্টা। মদন জানালেন, সুস্থ হলেই CBI দফতরে যাব
বেসরকারি হাসপাতাল ছেড়ে এসএসকেএমে ভর্তি হয়েছেন পরিবহরণ মন্ত্রী মদন মিত্র। আজ মদন মিত্রের কেবিনে ২৪ ঘণ্টার ক্যামেরা হাজির হল। তখন মন্ত্রী হাসপাতালের বেডে বসে ছিলেন। মদন মিত্র জানালেন, সুস্থ হলেই সিবিআই দফতরে যাব। তদন্তের বিষয়ে সিবিআইকে সব রকম সহযোগিতা করবেন বলেও তিনি আশ্বাস দিয়েছেন। বিরোধীদের অভিযোগ, সিবিআইয়ের জেরা এড়াতেই নিজের খাস তালুকে স্থান বদল মন্ত্রীর। অভিযোগ বিরোধীদের। তা নিয়ে অবশ্য মুখ খোলেননি মদন মিত্র।
ওয়েব ডেস্ক: বেসরকারি হাসপাতাল ছেড়ে এসএসকেএমে ভর্তি হয়েছেন পরিবহরণ মন্ত্রী মদন মিত্র। আজ মদন মিত্রের কেবিনে ২৪ ঘণ্টার ক্যামেরা হাজির হল। তখন মন্ত্রী হাসপাতালের বেডে বসে ছিলেন। মদন মিত্র জানালেন, সুস্থ হলেই সিবিআই দফতরে যাব। তদন্তের বিষয়ে সিবিআইকে সব রকম সহযোগিতা করবেন বলেও তিনি আশ্বাস দিয়েছেন। বিরোধীদের অভিযোগ, সিবিআইয়ের জেরা এড়াতেই নিজের খাস তালুকে স্থান বদল মন্ত্রীর। অভিযোগ বিরোধীদের। তা নিয়ে অবশ্য মুখ খোলেননি মদন মিত্র।
সিবিআইয়ের তলব পাওয়া রাজ্যের এক মন্ত্রী যখন হাসপাতালে, তখন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আরেক মন্ত্রী।
সিবিআইকে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখার্জি। আজ সিবিআই দফতরে পৌছে তিনি জানিয়েছেন, বাঁকুড়ার সিমেন্ট কারখানা নিয়ে সিবিআইকে সব রকম তথ্য ও নথি দিয়ে সাহায্য করবেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, সিবিআইয়ের তরফে তিনি কোনও নোটিস পাননি। তাঁকে ফোন করে ডেকে পাঠান গোয়েন্দারা।
নিজের মালিকানাধীন বাঁকুড়ার ওই সিমেন্ট কারখানা মন্ত্রী বিক্রি করেন সুদীপ্ত সেন। এর আগে বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখার্জিকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তদন্তকারী। সিজিও কমপ্লেক্সে পৌছেছেন তৃণমূল নেতা সৃঞ্জয় বসুও। সারদাকাণ্ডে ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। আজই সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা কংগ্রেস নেতা সোমেন মিত্ররও।