Kolkata Accident: বেপরোয়া গতিতে ধাক্কা পুলিসের গাড়িতে, অল্পের জন্য প্রান বাঁচল পুলিসকর্মীদের
গাড়িতে একজন চালক ছাড়াও চারজন মহিলা ছিলেন বলে জানা যাচ্ছে
![Kolkata Accident: বেপরোয়া গতিতে ধাক্কা পুলিসের গাড়িতে, অল্পের জন্য প্রান বাঁচল পুলিসকর্মীদের Kolkata Accident: বেপরোয়া গতিতে ধাক্কা পুলিসের গাড়িতে, অল্পের জন্য প্রান বাঁচল পুলিসকর্মীদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/02/05/363870-kolkata-accident.jpg)
নিজস্ব প্রতিবেদন: ফের রাতের শহরে বেপরোয়া গতি। হাইল্যান্ড পার্ক মরে পরপর দুটি পুলিসের গাড়িতে ধাক্কা মারে ওই গাড়ি। অল্পের জন্য রক্ষ্যা পান পুলিসকর্মীরা।
শুক্রবার রাত সারে এগারটা নাগাদ বাঘাযোতিন ব্রিজ থেকে নামার মুখে হাইল্যান্ড পার্কের মোড়ে একটি বেপরোয়া গতিতে এসে প্রথমে ব্যারিকেডে ধাক্কা মারে। এরপরে সামনে দাঁড়িয়ে থাকা পুলিসের গাড়িতেও ধাক্কা মারে গাড়িটি। আহতদের প্রাথমিক চিকিৎসা করান হয়েছে। পেট্রলিং-এ থাকা পুলিসকর্মীরা বিশ্রাম নেওয়ার জন্য ফুটপাথে ওঠায় অল্পের জন্য রক্ষ্যা পান তারা।
আরও পড়ুন: Municipal Election 2022: তৃণমূলের প্রার্থী বদল, নয়া তালিকা পাঠানো হল জেলা সভাপতিদের
আরও পড়ুন: রাজ্য সড়কে 'বেআইনি নির্মাণ'; রুলিং জারি হাইকোর্টের, কারণ দর্শানোর নির্দেশ জেলাশাসককে
গাড়িতে একজন চালক ছাড়াও চারজন মহিলা ছিলেন বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন দুই জন যাত্রী। পুলিসের অনুমান মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই চালক। ওই চালককে গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিস।