Abhishek Banerjee On Dilip Ghosh: মুখ্যমন্ত্রীকে নিয়ে দিলীপের মন্তব্যে বিতর্ক, গ্রেফতারির দাবি অভিষেকের
দিলীপ ঘোষের (Dilip Ghosh) গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
প্রবীর চক্রবর্তী: রাজ্য বিজেপির (BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) আক্রমণ করে টুইট অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee)। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কেন এমন কুরুচিকর মন্তব্য? প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
একটি আলোচনা সভায় যোগ দিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee) সম্পর্কে মন্তব্য করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূল নেত্রীর 'বাবা-মা'র পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপর দিলীপের মন্তব্য ঘিরে বিতর্ক নাথা চাড়া দেয়। সেই মন্তব্য ট্যাগ করে রিটুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও (PM Narendra Modi) ট্যাগ করেন তিনি। দিলীপ ঘোষের (Dilip Ghosh) গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
OUTRAGEOUS!
PM @narendramodi, it is ABOUT TIME to get this loose tongue arrested! Is this how @BJP4India leaders talk about the only sitting woman Chief Minister of the nation?
Political mud-slinging by the likes of @DilipGhoshBJP continues to REMAIN UNCHECKED.#ShameOnBJP pic.twitter.com/X7yv7zzj3r
— Abhishek Banerjee (@abhishekaitc) July 6, 2022
পাল্টা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "যাঁরা রাস্তায় ড্রামা করেন, তাঁরা যেন এ সব থেকে দূরে থাকেন। আমি চ্যালেঞ্জ করেছি, প্রমাণ করুক একাজ করেননি। জনসমক্ষে করছেন। দেশদ্রোহীদের সমর্থন করেন। আমি বারবার এর প্রতিবাদ করব।"