Tripura: 'পারলে আটকান', 'আক্রান্ত' কর্মীদের পাশে দাঁড়াতে রবিবার ত্রিপুরায় Abhishek
২ অগাস্ট ত্রিপুরায় অভিষেকের (Abhishek Banerjee) গাড়িতে লাঠি দিয়ে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদন: কথা দিয়েছিলেন ১৫ দিন অন্তর ত্রিপুরায় যাবেন। কিন্তু দলের আক্রান্ত ছাত্র-যুব নেতাদের পাশে দাঁড়াতে সপ্তাহ ঘোরার আগেই সে রাজ্যে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
রাতে অভিষেক (Abhishek Banerjee) টুইটারে লেখেন,'তৃণমূল কর্মীদের উপরে বর্বরোচিত হামলা করেছে বিজেপির গুন্ডারা। সব কর্মীদের পাশে দাঁড়াতে আগামিকাল আমি ত্রিপুরা আসছি। প্রতিশ্রুতি দিচ্ছি, আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। বিপ্লব দেব পারলে আমায় আটকান। #TripuraDeservesBetter।'
Tomorrow, I am coming to #Tripura to stand by every Trinamool worker who were brutally attacked by @BJP4Tripura goons today.
It is my promise that I shall continue fighting till the very last drop of my blood.
STOP ME IF YOU CAN @BjpBiplab!#TripuraDeservesBetter
— Abhishek Banerjee (@abhishekaitc) August 7, 2021
দলীয় কর্মীদের উপরে 'হামলা'র ঘটনার নিন্দা করে দুপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) হুঁশিয়ারি দেন বিজেপিকে। তিনি টুইট করেন, 'ত্রিপুরায় বিজেপির গুন্ডারা প্রকৃত রং দেখিয়ে দিয়েছে। তৃণমূল কর্মীদের উপরে বর্বরোচিত হামলা ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের গুন্ডারাজ প্রকাশ করে দিল। আপনাদের হুমকি ও আক্রমণ অমানবিকতার প্রমাণ। যা পারেন করুন। তৃণমূল এক ইঞ্চিও জমি ছাড়বে না।'
The GOONS of @BJP4Tripura have shown their TRUE COLOURS!
This barbaric attack on Trinamool workers reveals the 'GOONDA RAJ' in #Tripura under @BjpBiplab's Govt.!
Your threats and attacks only prove your inhumanity.
DO WHAT YOU CAN.. Trinamool will not budge an INCH! pic.twitter.com/9K6ZPECrNq— Abhishek Banerjee (@abhishekaitc) August 7, 2021
২ অগাস্ট ত্রিপুরায় অভিষেকের (Abhishek Banerjee) গাড়িতে লাঠি দিয়ে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তার পর সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দেন,'ত্রিপুরা পাখির চোখ। আগামী দেড়বছরের মধ্যে উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করে ছাড়ব। বিজেপির বিদায়ঘণ্টা বেজে গিয়েছে।'
আরও পড়ুন- Tripura: দেবাংশুদের উপরে 'হামলা', বিজেপিকে 'ফ্যাসিস্ট' বলে তৃণমূলের পাশে CPM