'অভিষেক যেখানে দাঁড়ায়, শুভেন্দুর লাইন সেখান থেকেই শুরু হয়...'
'ডিসেম্বর বিস্ফোরণ হল আর কিছুই নয়। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে অনুসরণ কর। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ কর। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে স্বপ্নে দেখ। অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গেই ব্যস্ত থাক...'
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'অভিষেক যেখানে দাঁড়ায়, শুভেন্দুর লাইন সেখান থেকেই শুরু হয়...' ফিল্মি ডায়লগ ধার করে এমনভাবেই তীব্র কটাক্ষে শুভেন্দু অধিকারীকে বিঁধলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এখানেই শেষ নয়। কথার শেষে দুটি হাসির ইমোজিও দিয়েছেন তিনি। কুণাল ঘোষ আরও লিখেছেন, শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করছেন। অভিষেককে অনুসরণ করে শুভেন্দু এবার কাঁথি প্রভাত কুমার কলেজ মাঠে সভা করবেন। কটাক্ষ করেছেন বিজেপির 'ডিসেম্বর ধামাকা'কেও। সঙ্গে জুড়েছেন, 'ডিসেম্বর বিস্ফোরণ হল আর কিছুই নয়। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে অনুসরণ কর। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ কর। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে স্বপ্নে দেখ। অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গেই ব্যস্ত থাক...'
Abhishek jahan khara Hota hay, Suvendu ka line wahise shuru Hota hay...
( SA is going to follow AB regarding PK College ground meeting at Contai)
December 'blast' : Follow AB, Counter AB, Dream AB, Be busy with AB...
— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 5, 2022
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের প্রাক্কালে শনিবার রাজ্যে একদফা হাইভোল্টেজ রাজনৈতিক ডার্বি হয়ে গিয়েছে। একদিকে শুভেন্দুর গড় বলে পরিচিত কাঁথিতে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। অন্যদিকে অভিষেকের সাংসদ কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করেন শুভেন্দু অধিকারী। কাঁথির সভা থেকে অভিষেক হুমকি দেন, শুভেন্দুকে 'সবার সামনে উলঙ্গ' করার! অভিষেকের কথায়, 'সবার সামনে উলঙ্গ করে দেব। মানুষের সামনে উলঙ্গ যদি না করতে পারি, তবে আমি রাজনীতি ছেড়ে দেব।' শুভেন্দুর উদ্দেশে তোপ দাগেন টেন্ডার দুর্নীতি নিয়ে। কাঁথির সভায় অভিষেক বলেন, '২০১৫ সালে ১ কোটি ১৫ লাখ টাকার টেন্ডার বেরিয়েছিল। গার্লস হস্টেলের টেন্ডার হয়েছিল এই কলেজরই। ৮৫ লাখ টাকার বেশি পেমেন্টও হয়েছিল। কিন্তু তরুণিতা এন্টারপ্রাইজকে টেন্ডার ছাড়া অর্ডার দেওয়া হয়। একটা কনট্রাক্টর ও ইঞ্জিনিয়াকে দিয়ে নেক্সাস চালিয়েছে। একটা কন্ট্রাক্টরই সব জায়গায় কাজ পেয়েছে। ১৫ দিন সময় দিলাম। এই কলেজের মাঠেই ফের সভা হবে। তোমার খাতা তুমি নিয়ে আসবে, আমি আমার খাতা নিয়ে আসব। সবার সামনে উলঙ্গ করে দেব তোমায়।'
আরও পড়ুন, 'মাছে-ভাতে বাঙালি'কে নিয়ে বেফাঁস, পরেশ রাওয়াল ফাঁসলেন আরও বড় বিপাকে!
Jalpaiguri Cash Recover: গাড়ির অতিরিক্ত টায়ারের ভিতর কাঁড়ি কাঁড়ি নোটের বান্ডিল! উদ্ধার বিপুল নগদ
পাশাপাশি বিজেপির ডিসেম্বর ধামাকাকেও ঠুকেছেন অভিষেক। বলেন, 'যে বোমা কাঁথিতে ফেটেছে তার লক্ষ্য ছিলাম আমি। এবার বুঝলাম ডিসেম্বর ধামাকা কী!' কাঁথির সভামঞ্চ থেকে বিজেপির 'ডিসেম্বর ধামাকা'র পালটা তৃণমূলের 'বেইমান তাড়াও' কর্মসূচিরও ঘোষণা করেন অভিষেক। বলেন, 'কাল থেকে বিশ্বাসঘাতক ও বেইমান মুক্ত মেদিনীপুর পালন হবে।' শুভেন্দুকে মেদিনীপুর ছাড়া করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে, ডায়মন্ড হারবারের সভায় শুভেন্দু বলেন, '২০০৯ সালে লোকসভায় বদল এসেছিল। ২০১১ সালে বিধানসভায় বদল এসেছিল। ২০১৪ ও ২০১৬ সাল পর্যন্ত এখানে ভোট হত। ২০১৬ সালের পর ভাইপো বাহিনী এখানে ভোট করতে দেয়নি। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে কেউ এখান মনোনয়ন জমা দিতে পেরেছেন? এবার খেলাটা দেখাব? গ্রামে প্রার্থী ঠিক করতে পারবেন তো? নমিনেশেন পাইয়ে দেওয়া দায়িত্ব আমার। আজ এখানে সবেমাত্র লাঙ্গল দিয়ে গেলাম। এরপর ধান ফেলা হবে, রোওয়া হবে। কী করতে হয় দেখবেন আপনারা। ডিসেম্বর মাসে আসব এবং বিজয় সমাবেশ করতে আসব। সঙ্গে এক 'হাতি-গাড়ি' ভর্তি লাড্ডু নিয়ে আসব। কারণটা এখন বলা যাবে না।'