দুষ্কৃতী পলাশ দাস খুনে আসামী সুরজিত দাসকে ৭ কেজি গাঁজা সহ গ্রেফতার
দুষ্কৃতী পলাশ দাস খুনের আসামী সুরজিত দাসকে ৭ কেজি গাঁজা সহ গ্রেফতার করল পুলিস। নিউটাউনে শ্বশুরবাড়িতে গা ঢাকা দিয়েছিল সুরজিত। মহিষবাথানের কাছে টহল দেওয়ার সময় সুরজিতের গতিবিধি সম্পর্কে সন্দেহ হয় পুলিসের। এরপরই তাকে গ্রেফতার করা হয়। জেরা করে পুলিস জানতে পেরেছে শ্বশুরবাড়ি থেকেই গাঁজার ব্যবসা করত সুরজিত। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হচ্ছে।
![দুষ্কৃতী পলাশ দাস খুনে আসামী সুরজিত দাসকে ৭ কেজি গাঁজা সহ গ্রেফতার দুষ্কৃতী পলাশ দাস খুনে আসামী সুরজিত দাসকে ৭ কেজি গাঁজা সহ গ্রেফতার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/02/88612-man-accused-of-murder-arrested-in-madyan-29a6c4e87e2ae429210cb6de61d80cc5.jpg)
ওয়েব ডেস্ক : দুষ্কৃতী পলাশ দাস খুনের আসামী সুরজিত দাসকে ৭ কেজি গাঁজা সহ গ্রেফতার করল পুলিস। নিউটাউনে শ্বশুরবাড়িতে গা ঢাকা দিয়েছিল সুরজিত। মহিষবাথানের কাছে টহল দেওয়ার সময় সুরজিতের গতিবিধি সম্পর্কে সন্দেহ হয় পুলিসের। এরপরই তাকে গ্রেফতার করা হয়। জেরা করে পুলিস জানতে পেরেছে শ্বশুরবাড়ি থেকেই গাঁজার ব্যবসা করত সুরজিত। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হচ্ছে।
আরও পড়ুন, জামাই খুনে গ্রেফতার শ্বশুর, সুপারি দিয়ে খুনের ছক
আরও পড়ুন, জমজমাট বউভাতে হঠাত্ই বন্দুকবাজের হামলা!