ডাবর গুলাবরি আজকাল প্রযোজিত, অনন্য শিরোপা সম্মান ২০১৬
ডাবর গুলাবরি আজকাল প্রযোজিত, অনন্য শিরোপা সম্মান দু হাজার ষোলো। জমকালো এই অনুষ্ঠানের আসর বসেছিল নিউটাউনের রবীন্দ্রতীর্থে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের এগারো জন নারীর হাতে অনন্য সম্মান তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আজকালের চেয়ারম্যান সত্যম রায় চৌধুরী, সম্পাদক অশোক দাশগুপ্ত, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী, ফুটবলার পি কে ব্যানার্জি সহ বহু বিশিষ্টজন।
![ডাবর গুলাবরি আজকাল প্রযোজিত, অনন্য শিরোপা সম্মান ২০১৬ ডাবর গুলাবরি আজকাল প্রযোজিত, অনন্য শিরোপা সম্মান ২০১৬](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/01/67203-rabindra1-10-16.jpg)
ওয়েব ডেস্ক: ডাবর গুলাবরি আজকাল প্রযোজিত, অনন্য শিরোপা সম্মান দু হাজার ষোলো। জমকালো এই অনুষ্ঠানের আসর বসেছিল নিউটাউনের রবীন্দ্রতীর্থে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের এগারো জন নারীর হাতে অনন্য সম্মান তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আজকালের চেয়ারম্যান সত্যম রায় চৌধুরী, সম্পাদক অশোক দাশগুপ্ত, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী, ফুটবলার পি কে ব্যানার্জি সহ বহু বিশিষ্টজন।
আরও পড়ুন ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টে একের পর এক পাঞ্চ লাইন বীরুর!
পুরস্কার প্রাপকদের মধ্যে ছিলেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল, অ্যাপোলো হাসপাতালের সিইও রূপালী বসু, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, টেবল টেনিস খেলোয়াড় মৌমা দাস, ক্রিকেটার ঝুলন গোস্বামী, চিত্রকলা শিল্পী ইলিনা বণিক, খোখো খেলোয়াড় সালমা মাঝি, রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়তি চক্রবর্তী, অ্যাথলিট সুশীলা এক্কা, ভাষা শিল্পী সুনীতি রায় ও জলপাইগুড়ি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা সাগরিকা দত্ত। এধরনের অনুষ্ঠান আজকালের তরফে এই প্রথমবার আয়োজন করা হল।
আরও পড়ুন কালো টাকা পুনরুদ্ধারে কেন্দ্রের আয়কর সংক্রান্ত নতুন স্কিম সফল