হেপাটাইটিস সারাতে আর্ট থেরাপি

শরীর তখনই সুস্থ থাকে যখন ভাল থাকে মন। আর মন ভাল রাখতে শিল্পের থেকে বড় বন্ধু আর নেই। সেই জন্য হেপাটাইটিস রোগীদের দ্রুত আরোগ্যের জন্য এবার আর্ট থেরাপির সাহায্য নিচ্ছেন চিকিত্সকরা।

Updated By: Jul 28, 2013, 03:12 PM IST

শরীর তখনই সুস্থ থাকে যখন ভাল থাকে মন। আর মন ভাল রাখতে শিল্পের থেকে বড় বন্ধু আর নেই। সেই জন্য হেপাটাইটিস রোগীদের দ্রুত আরোগ্যের জন্য এবার আর্ট থেরাপির সাহায্য নিচ্ছেন চিকিত্সকরা।
হেপাটাইটিস কঠিন রোগ কিন্তু হেপাটাইটিস রোগে আক্রান্ত হওয়া মানেই জীবনের শেষ নয়। তবে এই রোগের সঙ্গে লড়াই করতে গেলে প্রয়োজন রোগীর মন ভাল রাখা। মন ভাল থাকলে শরীর ভাল থাকবে। আর এই জন্যই হেপাটাইটিস রোগীদের জীবনের অন্য দিক গুলি সম্পর্কে উত্সাহী করার উদ্যোগ নিয়েছে লিভার ফাউন্ডেশন। ছবি আঁকা, মুর্তি গড়া বা হাতের কাজ রোগীদের আলাদা আনন্দ দিচ্ছে এই আর্ট থেরাপি। আর নতুন নতুন শিল্প গড়ার কাজে তাদের সাহায্য করছেন চিকিত্সকরা।

.