পাটুলিতে এটিএম ভেঙে লুঠ

 সাতসকালে পাটুলিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে চুরি। এটিএমের সিসি ক্যামেরা ভেঙে লুঠ চালায় দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কয়েক লক্ষ টাকার লুঠ গিয়েছে।

Updated By: Jan 17, 2018, 10:58 AM IST
পাটুলিতে এটিএম ভেঙে লুঠ

নিজস্ব প্রতিবেদন:  সাতসকালে পাটুলিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে চুরি। এটিএমের সিসি ক্যামেরা ভেঙে লুঠ চালায় দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কয়েক লক্ষ টাকার লুঠ হয়েছে।

আরও পড়ুন: এন্টালিতে শীতের সন্ধেয় দাউ দাউ করে জ্বলল দুটি প্রাইভেট কার

বুধবার সকালে স্থানীয়রাই প্রথমে এটিএম লুঠের বিষয়টি দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিসে। সূত্রের খবর, ওই এটিএম কাউন্টারে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। সেই সুযোগকেই কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। কাউন্টারের সিসি ক্যামেরাও ভাঙা ছিল। দুষ্কৃতীরা যে হাতে সময় নিয়ে অপারেশন চালিয়েছে তা বুঝতে পারছে পুলিসও। সূত্র খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে এটিএম কাউন্টারে কেন কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না, তা নিয়েও প্রশ্ন উঠছে। 

.