প্রকাশ্যে দুই ব্যক্তিকে চপারের কোপ, উত্তেজনা যোধপুর পার্ক বাজারে
ঘটনায় গুরুতর জখম হন বছর ৩৮র বিশ্বজিৎ নস্কর ও বছর ৩০র গোপাল দাস। অভিযোগ, এলাকারই এক মাংস বিক্রেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে।
![প্রকাশ্যে দুই ব্যক্তিকে চপারের কোপ, উত্তেজনা যোধপুর পার্ক বাজারে প্রকাশ্যে দুই ব্যক্তিকে চপারের কোপ, উত্তেজনা যোধপুর পার্ক বাজারে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/16/261918-jodhpur.png)
নিজস্ব প্রতিবেদন: দুই ব্যক্তিকে চপারের কোপ। প্রকাশ্যে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা লেক থানার যোধপুর পার্ক বাজার এলাকায়।
ঘটনায় গুরুতর জখম হন বছর ৩৮র বিশ্বজিৎ নস্কর ও বছর ৩০র গোপাল দাস। অভিযোগ, এলাকারই এক মাংস বিক্রেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে।
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। ওইদিন পাড়ায় দুটি গ্রুপের মধ্যে ঝামেলা হয়। সেই ঝামেলা ছাড়াতে যায় বিশ্বজিৎ নস্করের ভাইপো সনৎ নস্কর। এরপর সনৎ বুধবার কাজে যাওয়ার সময়ে কয়েকজন যুবক তাঁকে ফোন করে ডাকে এবং সেখানে তাঁকে মারধর করে বলে অভিযোগ।
আরও পড়ুন: রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ছুঁল হাজার, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৫৮৯
এদিকে সনৎ এর কাছ থেকে বিষয়টি জানার পরই বুধবার সন্ধে নাগাদ বিশ্বজিৎ নস্কর ও গোপাল দাস ওই যুবকদের সঙ্গে কথা বলতে যান। অভিযোগ সেখানে চপার দিয়ে তাঁদের দু'জন কে কোপানো হয়। বিশ্বজিৎ বাবুর স্ত্রীর অভিযোগ, পুলিশ কোনও অভিযোগ নিচ্ছে না।