Kolkata Couple Suicide Exclusive: শেষ ইচ্ছাকে মর্যাদা, পাশাপাশি কবরে চিরনিদ্রায় রিয়া-ঋষিকেশ

মৃত্যুর পর কোথায় কোন জায়গায় তাঁদের কবর দেওয়া হবে, সেটাও উইলে লিখেছেন ঋষিকেশ ও রিয়া। কিনে রেখেছিলেন মৃত্যুর পরে কবর দেওয়ার জায়গাও (Cremation Plot)।

Updated By: Jun 25, 2022, 12:21 AM IST
Kolkata Couple Suicide Exclusive: শেষ ইচ্ছাকে মর্যাদা, পাশাপাশি কবরে চিরনিদ্রায় রিয়া-ঋষিকেশ

রণয় তেওয়ারি: দু'জনের কেউই আর পৃথিবী নেই। স্রেফ বন্ধুদের হাতে দেহ তুলে দেওয়া নয়, মৃ্ত্যুর পর কোথায় তাঁদের করব দেওয়া হবে, সেটাও উইলে লিখে রেখে গিয়েছেন ঋষিকেশ ও রিয়া। যেখানে কবরের জায়গা কিনে রেখেছিলেন. সেখানে সমাধিস্থ করা হল বাঁশ্রদ্রোণীর যুগলকে।

২০২২-এর ৩১ মার্চ। উইল করেন ঋষিকেশ ও রিয়া। ZEE ২৪ ঘণ্টার হাতে এসেছে সেই উইল। তাতে স্পষ্ট লেখা, কোথায় তাঁদের কবর দেওয়া হবে। এমনকি এটাও লেখা যে, তাদের কবর দেওয়ার জন্য সেই জায়গাও তাঁরা কিনে রেখেছেন। যুগলের কাণ্ডে হতভম্ব সবাই। কেউ এতটা পরিকল্পনা করে আত্মহত্যা করতে পারে! বিশ্বাসই করতে পারছেন না কেউ। হতবাক পুলিস কর্তারাও।

কী লেখা আছে সেই উইলে?

উইলে লেখা, মল্লিকবাজারে যেখানে ঋষিকেশকে কবর দেওয়া হবে, সেখানে জায়গা আগে থেকেই ঠিক করা আছে। মল্লিকবাজার খ্রিস্টান সিমেট্রির পাট্টা নম্বর ১২৫২৪৭/১৭০ রেফারেন্স নম্বর ১১৩০২/২৪। রিয়ার ক্ষেত্রে ওই একই মল্লিকবাজার সিমেট্রি। রিয়ার পাট্টা নম্বর ১২৫৬৫৯/১৭৪ রেফারেন্স নম্বর ৮৪৮/০৯।

জানা গিয়েছে, এদিন ময়নাতদন্তের পর রিয়ার দেহ বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন পরিবারের লোকেরা। কিন্তু আপত্তি করেন বন্ধুরা। কেন? তাঁরা বলেন, রিয়ার সঙ্গেই ঋষিকেশের দেহও নিয়ে যেতে হবে বাড়িতে। শেষপর্যন্ত দু'জনের দেহ নিয়ে যাওয়া হয় কেষ্টপুরের একটি চার্চে। এরপর নিদিষ্ট জায়গায় করব দেওয়া হয় তাঁদের দেহ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.