বেহালার নামজাদা চিকিত্সক গ্রেফতার শিশুপাচার চক্রে
শিশুপাচার কাণ্ডে এবার CID-র জালে শহরের দুই চিকিত্সক। দ্বিতীয় দফায় জেরার পর বক্তব্যে অসঙ্গতি থাকায় সল্টলেকের চিকিত্সক দিলীপ ঘোষকে গ্রেফতার করে সিআইডি। শিশু পাচারের ঘটনায় নাম জড়ানোয় মঙ্গলবারই তাকে ভবানী ভবনে ডেকে জেরা করেন সিআইডি আধিকারিকরা। তাঁর সঙ্গে সল্টলেকের শ্রীকৃষ্ণ নার্সিংহোমের যোগাযোগ রয়েছে বলে দাবি।
ওয়েব ডেস্ক: শিশুপাচার কাণ্ডে এবার CID-র জালে শহরের দুই চিকিত্সক। দ্বিতীয় দফায় জেরার পর বক্তব্যে অসঙ্গতি থাকায় সল্টলেকের চিকিত্সক দিলীপ ঘোষকে গ্রেফতার করে সিআইডি। শিশু পাচারের ঘটনায় নাম জড়ানোয় মঙ্গলবারই তাকে ভবানী ভবনে ডেকে জেরা করেন সিআইডি আধিকারিকরা। তাঁর সঙ্গে সল্টলেকের শ্রীকৃষ্ণ নার্সিংহোমের যোগাযোগ রয়েছে বলে দাবি।
অন্যদিকে, শিশুপাচারের ঘটনায় মছলন্দপুরের এক দম্পতির অভিযোগের ভিত্তিতে বেহালা পর্ণশ্রীর চিকিত্সক নিত্যানন্দ বিশ্বাসকেও গ্রেফতার করেছে সিআইডি। নিত্যানন্দ বিশ্বাস বেহালার মোহনানন্দ সেবাসদনের শিশু বিশেষজ্ঞ। এই নিয়ে গত দশ দিনে শিশু পাচার কাণ্ডে মোট কুড়িজনকে গ্রেফতার করল CID।
আরও পড়ুন- সদ্যজাতদের ICUতে জমে ধুলোর পুরু আস্তরণ! এটাই বেহালার মোহনানন্দ শিশুভবনের চেহারা
এদিকে, একের পর এক শিশুপাচার কাণ্ডের জের। রাজ্যের হোমগুলিতে প্রতি সপ্তাহে পরিদর্শন করবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। রিপোর্ট জমা দেওয়া হবে সরকারকে। নজরদারি বাড়ানো হবে শিশুদের নিয়ে কাজ করা NGO-গুলির ওপরেও। শিশুপাচারে উঠে আসছে একের পর এক NGO-র নাম। শিশুদের নিয়ে কাজ করা NGO সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহেরও নির্দেশ দেওয়া হয়েছে পুরসভা ও পুলিসকে।
অন্যদিকে, রাজ্যে শিশু পাচার চক্র নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রও। এবিষয়ে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী। জাতীয় শিশু অধিকার রক্ষা অধিকার কমিশন বা NCPCRকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ নির্দেশ দিয়েছেন তিনি। NCPCR-এর নির্দেশে ইতিমধ্যে শিশু পাচার কাণ্ডের তদন্ত শুরু করেছে রাজ্য শিশু অধিকার কমিশন। NCPCR-কে বিস্তারিত রিপোর্ট পাঠাবে তারা।