'বাংলা নিজের মেয়েকেই চায়', বলছে এবার BJP-ও!

 'বাংলা নিজের মেয়েকেই চায়', এই সুর তুলে গেরুয়া শিবিরও একটি সোশ্যাল মিডিয়ায় একটি প্রচার শুরু করেছে।

Reported By: | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Feb 27, 2021, 06:00 PM IST
'বাংলা নিজের মেয়েকেই চায়', বলছে এবার BJP-ও!

নিজস্ব প্রতিবেদন : হ্যাঁ, 'বাংলা নিজের মেয়েকেই চায়'। তৃণমূলের (TMC) সুরে 'সুর মিলিয়ে' বলছে এবার বিজেপিও! কী হল? থমকে গেলেন তো! ভাবছেন, ভোটের ঘণ্টা বাজতেই বঙ্গে যুযুধান দুই শিবির কি তবে 'হাতে হাত' মিলিয়ে দিল নাকি? না, এখানেই কৌশলগত চাল চেলেছে বিজেপি (BJP)। তৃণমূলের স্লোগানকে (Slogan) হাতিয়ার করেই শাসক শিবিরকে জবাব দিয়েছে বিজেপি।

কীরকম? 
প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2021) উপলক্ষে তৃণমূল কংগ্রেস নয়া স্লোগান তুলেছে, 'বাংলা নিজের মেয়েকেই চায়।' এই স্লোগান লেখা পোস্টার, ব্যানারে ছয়লাপ এখন চারদিক। এমনকি, 'বাংলা নিজের মেয়েকেই চায়' বলে কার্ডও এনেছে তৃণমূল (TMC)। গণতন্ত্রের জন্য এটাই 'রাইট কার্ড' বলে এদিন টুইটও করেছেন তৃণমূলের রণনীতি গুরু প্রশান্ত কিশোর (Prashant Kishor)।

পাশাপাশি, তৃণমূলের (TMC) তরফে সোশ্যাল মিডিয়ায় প্রচারমূলক আরও একটি ছবিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মোদী, শাহ, নাড্ডা, যোগী, কৈলাস বিজয়বর্গীয়, দেবেন্দ্র ফড়নবিশ, তেজস্বী সূর্য, বিপ্লব দেব ও অমিত মালব্যর ছবি। পাশেই হাতজোড় করে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। যার উপরে লেখা, 'বাংলা নিজের মেয়েকেই চায়।'

তৃণমূলের তরফে এই ছবি পোস্ট করার পরই এবার পাল্টা চাল দিল বিজেপি (BJP)। 'বাংলা নিজের মেয়েকেই চায়', এই সুর তুলে গেরুয়া শিবিরও একটি সোশ্যাল মিডিয়ায় একটি প্রচার শুরু করেছে। যেখানে বাংলার মেয়ে হিসেবে তুলে ধরা হয়েছে বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী, লকেট চ্যাটার্জি, রূপা গাঙ্গুলি, ভারতী ঘোষ, অগ্নিমিত্রা পাল প্রমুখদের ছবি। সঙ্গে একধারে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি। উপরে বার্তা দেওয়া হয়েছে, 'বাংলা তার মেয়েকেই চায়, পিসিকে নয়!'

সবমিলিয়ে বাংলায় ভোটের (WB Assembly Election 2021) ঘণ্টা বাজতেই প্রচারে আরও সুর চড়াল দুই শিবির। চাল-পাল্টা চালে টেক্কা দেওয়ার লড়াইয়ে জমজমাট ডিজিটাল যুদ্ধও। উল্লেখ্য, শুক্রবারই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত রাজ্য়ে ৮ দফায় চলবে ভোটগ্রহণ। ফলাফল ঘোষণা ২ মে। আরও পড়ুন, WB Assembly Election 2021 : বড় খবর! ১৩০ আসনের সম্ভাব্য প্রার্থী কে কে, নাম প্রস্তাব রাজ্য BJP-র

মানুষ খেলতে খেলতে ভোট দেবে: Anubrata , 'টিয়াপাখি নিয়ে বসা উচিত', পাল্টা Babul

.