গেরুয়া বাহিনীর চ্যালেঞ্জ কি মোকাবিলা করতে পারল পুলিস?
'অভিযানের আসল চেহারা বাংলা দেখবে বৃহস্পতিবার'। সোমবার বামেদের নবান্ন অভিযানের পরই হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ করেছিলেন, 'বামেদের অভিযান গটআপ গেম। বৃহস্পতিবার কোনও শক্তিই বিজেপি লালবাজার পৌঁছানো থেকে আটকাতে পারবে না।'
ওয়েব ডেস্ক : 'অভিযানের আসল চেহারা বাংলা দেখবে বৃহস্পতিবার'। সোমবার বামেদের নবান্ন অভিযানের পরই হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ করেছিলেন, 'বামেদের অভিযান গটআপ গেম। বৃহস্পতিবার কোনও শক্তিই বিজেপি লালবাজার পৌঁছানো থেকে আটকাতে পারবে না।'
সোমবারে বামেদের অভিযান ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। বাম সমর্থকদের সঙ্গে পুলিসের সংঘর্ষ। সাংবাদিকদের উপর 'বিনা কারণে' লাঠিচার্জ। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। 'মুখ পোড়ে' পুলিসের। আজ তাই অভিযানের শুরু থেকেই কড়া সতর্ক পুলিস।
একনজরে বিজেপির লালবাজার অভিযান-
গ্রেফতার দিলীপ ঘোষ। দাবি করলেন, "সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অভিযান রয়েছে। অভিযান ১০০ শতাংশ সফল।"
বেন্টিঙ্ক স্ট্রিটে শুরু হল লাঠিচার্জ। আটক রূপা গাঙ্গুলি।
বেন্টিঙ্ক স্ট্রিটে পুলিসকে লক্ষ্য করে বিজেপি সমর্থকদের পেটো ছোঁড়ার অভিযোগ।
প্রথমে ভাঙচুর করা হয় DC নর্থের গাড়ি। তারপর আগুন লাগিয়ে দেওয়া হয়।
বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিসের গাড়িতে আগুন লাগিয়ে দিল বিজেপি কর্মী-সমর্থকরা।
লালবাজারের গেটের সামনে গ্রেফতার করা হল বিজেপি কর্মী-সমর্থকদের।
অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হল অসুস্থ লকেট চ্যাটার্জিকে।
বেন্টিঙ্ক স্ট্রিটে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি পুলিশের। লাঠিচার্জ। মিছিলের নেতৃত্বে রাহুল সিনহা, রূপা গাঙ্গুলি।
কলেজ স্কোয়্যারে খণ্ডযুদ্ধ। গ্রেফতার হলেন কৈলাশ বিজয়বর্গীয়।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নজরদারি ড্রোনের।
অসুস্থ হয়ে রাস্তায় বসে পড়লেন লকেট চ্যাটার্জি। মহিলাদের 'বুকে-পিঠে' লাঠিচার্জের অভিযোগ বিজেপি নেত্রীর।
ব্র্যাবোর্ন রোডে উত্তেজনা। বিজেপির কর্মী, সমর্থকরা পুলিসের উদ্দেশে বোতল এমনকী বোমা ছোঁড়েও বোলে অভিযোগ।
লাঠিচার্জের ঘায়ে আহত বেশ কয়েকজন। গ্রেফতার হলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক।
লাঠিচার্জ পুলিসের। ছোঁড়া হল কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল।
ব্যারিকেড ভাঙার চেষ্টা। ধ্বস্তাধ্বস্তি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান প্রয়োগ।
ব্র্যাবোর্ন রোডে মিছিল আটকাল পুলিশ।
লালবাজারের সামনে পুলিশে ছয়লাপ।
মিছিলে যোগ দিলেন দিলীপ ঘোষ, রূপা গাঙ্গুলি।
লালবাজারে সামনে আটক বাস। অভিযোগ, বাসে করে লালবাজারে ঢোকার চেষ্টা করছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা।
বিজেপির লালবাজার অভিযানে যোগ দিতে প্রাক্তন বাম নেতা লক্ষ্মণ শেঠ
অভিযান কর্মসূচি ঘিরে ড্রোন নজরদারি
RAF, কমব্যাট ফোর্সের পাশাপাশি লাঠিধারী পুলিস, টিয়ার গ্যাসের বন্দোবস্ত
বিবি গাঙ্গুলি স্ট্রিট-ফিয়ার্স লেন ক্রসিং, গণেশ অ্যাভিনিউ-বেন্টিঙ্ক স্ট্রিট ক্রসিং, বেন্টিঙ্ক স্ট্রিট, বিবি গাঙ্গুলি-সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং, গণেশ অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে আঁটসাট পুলিশি ব্যারিকেড
আড়াই হাজার অতিরিক্ত পুলিস বাহিনী মোতায়েন রাখা হবে
দিলীপ ঘোষের নেতৃত্বে হাওড়ার দিক থেকে টিবোর্ড হয়ে মিছিল ঢুকবে লালবাজারের দিকে
রাহুল সিনহা-রূপা গাঙ্গুলির নেতৃত্বে Y চ্যানেল হয়ে আরেকটি মিছিল ঢুকবে বেন্টিঙ্ক স্ট্রিটে
কলেজ স্ট্রিটে জমায়েতের মিছিল বৌবাজার হয়ে লালবাজারে দিকে এগোবে কৈলাস বিজয়বর্গীয়- সুরেশ পূজারির নেতৃত্বে