দমকলকে ফের চিঠি বিজেপির
বিজেপির সভা বিতর্ক। দমকলকে ফের চিঠি রাজ্য বিজেপির। আজই দমকলের কাছে ফের চিঠি জমা দিয়েছে বিজেপির প্রতিনিধিদল। আজই পুরসভা এবং দমকলের তরফে রিপোর্ট দিয়ে জানানো হবে আদৌ সভা করা যাবে কিনা।
Updated By: Nov 27, 2014, 02:47 PM IST
![দমকলকে ফের চিঠি বিজেপির দমকলকে ফের চিঠি বিজেপির](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/11/27/31736-amit-saha.jpg)
কলকাতা: বিজেপির সভা বিতর্ক। দমকলকে ফের চিঠি রাজ্য বিজেপির। আজই দমকলের কাছে ফের চিঠি জমা দিয়েছে বিজেপির প্রতিনিধিদল। আজই পুরসভা এবং দমকলের তরফে রিপোর্ট দিয়ে জানানো হবে আদৌ সভা করা যাবে কিনা।
তার আগেই মঞ্চের নকশা ও বিশেষজ্ঞের সই সহ চিঠি দমকলের কাছে পেশ করতে চলছে বিজেপি নেতৃত্ব। কারণ, আগের চিঠিতে ত্রুটি থাকায় সভার সম্মতি নাও দিতে পারে দমকল।আশঙ্কা বিজেপির রাজ্য নেতৃত্বের।