উত্তর পঞ্চান্নগ্রামে বোমাবাজি, গ্রেফতার ৪, উদ্ধার ১৬টি বোমা
আতঙ্কে এলাকাবাসী।
![উত্তর পঞ্চান্নগ্রামে বোমাবাজি, গ্রেফতার ৪, উদ্ধার ১৬টি বোমা উত্তর পঞ্চান্নগ্রামে বোমাবাজি, গ্রেফতার ৪, উদ্ধার ১৬টি বোমা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/03/330270-arrest.png)
নিজস্ব প্রতিবেদন: উত্তর পঞ্চান্নগ্রামের মার্টিন পাড়ায় বোমবাজির ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার চার। ধৃতদের নাম মহম্মদ ফৈয়াজ, শেখ বিক্রম,সাদ্দাম হোসেন এবং শেখ সমীর। উদ্ধার ১৬টি বোমা।
জানা গিয়েছে, ৩০ জুন গভীর রাতে বোমার শব্দে কেঁপে ওঠে উত্তরপঞ্চান্ন গ্রামের মার্টিন পাড়া। হঠাৎ বোমার আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, চারটে বোমা পড়ে থাকতে দেখেন তাঁরা। বোমাবাজির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কে কলকাতা পুলিসের ১০০ নম্বরে ফোন করেন এলাকাবাসী। ফোন পেয়ে ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিস। পৌঁছয় বম্ব স্কোয়াড।
আরও পড়ুন: ভোট প্রচারে উস্কানিমূলক সংলাপ বলার অভিযোগ, ফের মানিকতলা থানায় Mithun-কে তলব
আরও পড়ুন: কীভাবে মিনি জয়া সিনেমা হলে আগুন? খতিয়ে দেখতে আজ ঘটনাস্থলে ফরেনসিক দল
বোমাবাজির সঙ্গে যুক্ত থাকার ঘটনায় প্রথমে শেখ সমীর নামে একজনকে গ্রেফতার করে পুলিস। পরে তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনকে গ্রেফতার করা হয়। পুলিসের অনুমান, কাউকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। সম্ভবত এর সঙ্গে বোমা বাঁধার ঘটনার কোনও যোগ নেই।