ভাড়া বৃদ্ধির দাবিতে তিন দিনের বাস ধর্মঘটের ডাক দিল বেসরকারি বাস সংগঠনগুলি

ভাড়া বৃদ্ধির দাবিতে তিন দিনের বাস ধর্মঘটের ডাক দিল রাজ্যের ছয় বেসরকারি বাস সংগঠন। ২৫, ২৬ এবং ২৭ জুন রাজ্য জুড়ে বন্ধ থাকবে সব বেসরকারি বাস, মিনিবাস। এই তিন দিন বেসরকারি বাস পরিষেবা বন্ধ থাকবে জেলাতেও।

Updated By: Jun 16, 2014, 08:10 PM IST

ভাড়া বৃদ্ধির দাবিতে তিন দিনের বাস ধর্মঘটের ডাক দিল রাজ্যের ছয় বেসরকারি বাস সংগঠন। ২৫, ২৬ এবং ২৭ জুন রাজ্য জুড়ে বন্ধ থাকবে সব বেসরকারি বাস, মিনিবাস। এই তিন দিন বেসরকারি বাস পরিষেবা বন্ধ থাকবে জেলাতেও।

ভাড়া বৃদ্ধি ইস্যুতে আজ নিজেদের মধ্যে বৈঠকে বসে বেঙ্গল বাস সিন্ডিকেট, মিনি বাস কোঅর্ডিনেশন কমিটি, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, উত্তর বঙ্গ ট্রান্সপোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন, অল বেঙ্গল বাস মিনি বাস অ্যাসোসিয়েশন এবং হাওড়া বাস ওনার্স অ্যাসোসিয়েশন। বৈঠকে রাজ্যের বিরুদ্ধে সরাসরি আন্দোলনের রাস্তায় নামার সিদ্ধান্ত নেয় ছ-টি সংগঠন। বাস মালিকদের ধর্মঘটের সিদ্ধান্তে কড়া অবস্থান নিচ্ছে রাজ্য। কোনও ভাবে বাড়ানো হবে না বেসরকারি বাস মিনি বাসের ভাড়া। মন্তব্য পরিবহণ মন্ত্রী মদন মিত্রের। আগামিকাল বিকেলে ধর্মঘটী বাস সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসছেন পরিবহণ মন্ত্রী।

.