Calcutta High Court : এবার কেন্দ্রের নিয়োগেও বেনিয়ম? দিল্লির কাছে হলফনামা তলব হাইকোর্টের

যোগ্যতা প্রমাণের পরেও চাকরি না পাওয়া দুভার্গ্যের', মন্তব্য বিচারপতির অরিন্দম মুখোপাধ্যায়ের।

Updated By: Aug 13, 2022, 04:45 PM IST
Calcutta High Court : এবার কেন্দ্রের নিয়োগেও বেনিয়ম? দিল্লির কাছে হলফনামা তলব হাইকোর্টের

অর্ণবাংশু নিয়োগী: কেন্দ্রের নিয়োগেও এবার বেনিয়ম? দিল্লির সরকারের কাছে হলফনামা তলব করল হাইকোর্ট। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের মন্তব্য, 'যোগ্যতা প্রমাণের পরেও চাকরি না পাওয়া দুভার্গ্যের'। আগামী সপ্তাহে ফের মামলাটির শুনানি।

ঘটনা সূত্রপাত ২০১৮। সে বছর কেন্দ্রীয় বাহিনী ও বিএসএসএফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কতগুলি শূন্য়পদ? ৭৬। চাকরির জন্য আবেদন  করেছিলেন মিনতি মন্ডল নামে এক মহিলা। তাঁর অভিযোগ, সমস্ত শর্তপূরণ করা সত্ত্বেও চাকরি পাননি তিনি। কেন? মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে।

আরও পড়ুন: Abhishek Banerjee: 'ব্যক্তিস্বার্থ নয়, ভালোবেসে দল করতে হবে', জেলার নেতাদের বার্তা অভিষেকের

এদিন মামলাটির শুনানি হয় বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। আদালতে প্রশ্নের মুখে পড়ে কেন্দ্র। যোগ্যতা থাকা সত্ত্বেও মামলাকারী কেন চাকরি পাননি? কেন্দ্রকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুনানিতে কেন্দ্রের তরফে অবশ্য জানানো হয়, ২০১৮ সালে পদে চাকরি জন্য আবেদন করেছিলেন নিয়তি মণ্ডল, সেই পদটি ২০২১ সালে শূন্যপদে তালিকায় জুড়ে দেওয়া হয়েছে। যদিও এই বক্তব্যের স্বপক্ষে কোনও প্রমাণ পেশ করা হয়নি আদালতে।

এদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় চলছে রাজ্যে। স্রেফ হাইকোর্টে মামলা নয়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। রেহাই পাননি এসএসসি-এর উপদেষ্টা কমিটির দুই প্রাক্তন সদস্য এসপি সিনহা অশোক সাহা। সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন ২ জনই। 

এসএসসি দুর্নীতি মামলায় খোদ শিক্ষা দফতরের তৎকালীন পরেশ অধিকারীর মেয়েকে চাকরি থেকে বরখাস্ত করেছে হাইকোর্ট। আদালতের নির্দেশ নিজাম প্যালেসে হাজিরা দিতে হয়েছে পরেশ অধিকারী। তাঁকে ২ দফায় জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। কেন? অভিযোগ, প্রভাব খাটিয়ে মেয়েকে শিক্ষিকা পদে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক।  

আরও পড়ুন: Tala Bridge: বেশিরভাগ কাজই শেষ, পুজোর আগেই খুলে দেওয়া হচ্ছে টালা ব্রিজ!

২০১৬ সালে এসএলটির মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। তখন পরীক্ষায় বসেছিলেন শিলিগুড়ির ববিতা সরকার। ওয়েস্টিং লিস্টে প্রথম ২০-তে নামও ছিল তাঁর। অথচ চাকরি পেয়ে যান তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। কীভাবে? ফের দ্বিতীয় তালিকা প্রকাশ  করা হয়। শুধু তাই নয়, সেই তালিকায় আবার শীর্ষে ছিলেন তিনি। আর ওয়েটিং লিস্টে ২১ নম্বর চলে যান ববিতা! হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি। সেই মামলাতেই অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তাঁর বদলে চাকরি পেয়েছেন মামলাকারী ববিতা সরকার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.