Durga Puja: UNESCO-স্বীকৃতির কৃতিত্ব কার? তুঙ্গে কেন্দ্র-রাজ্য তরজা
টুইট করলেন খোদ কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: দুর্গাপুজোকে (Durga Puja) স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো (UNESCO)। বিশ্বের ঐতিহ্যশালী উৎসবের (Heritage) তালিকায় স্থান পেয়েছে বাঙালির শারদোৎসবও। এই কৃতিত্ব কার? এবার আসরে নামল কেন্দ্রের মোদী সরকার (PM Narendra Modi)। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডির টুইট, 'টানা ২ বছর ধরে সংস্কৃতি মন্ত্রকের পরিশ্রমের ফলেই দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। শুধুমাত্র বাংলার জন্য গর্বের মুহূর্ত নয়, দেশবাসী ও বিশ্বের হিন্দু সমাজ গর্বিত'।
সালটা ২০০১। বিভিন্ন দেশের একাধিক রাজ্যের উৎসব ও সংস্কৃতি নিয়ে সমীক্ষার কাজ শুরু করে ইউনেস্কো (UNESCO)। সেই সমীক্ষার ভিত্তিতে এবার বিশ্বের 'কালচার হেরিটেজ' তালিকায় জায়গা করে নিল বাংলার দুর্গোপুজো। চলতি মাসের ১৩ তারিখ থেকে প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারগভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশন। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। সেই অধিবেশনেই ‘কলকাতার দুর্গাপুজো’-কে এই স্বীকৃতি দেওয়া হল। এর আগে ২০১৮ সালে কুম্ভমেলাকে হেরিটেজ তকমা দিয়েছিল ইউনেস্কো।
কলকাতায় এখন ভোটের হাওয়া। পুরভোটের প্রচারে 'ইউনেস্কো স্বীকৃতি'কে হাতিয়ার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেহালায় এক জনসভায় তিনি বলেন, 'যে বিজেপির লোকেরা বলত মমতাজি বাংলায় দুর্গাপুজো (Durga Puja) করতে দেন না। আজ সেই দুর্গাপুজো বিশ্বসেরা। UNESCO-র স্বীকৃতি পেয়েছে'। এমনকী, সমালোচকদের মুখে 'চুন-কালী' পড়েছে বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। টুইটে অমিত শাহ- বিজেপি নেতাকে খোঁচা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
Two minutes of silence for @AmitShah and all the tall leaders at @BJP4India who, during their pre-election political tours, HILARIOUSLY CLAIMED that DURGA PUJA IS NOT CELEBRATED IN WEST BENGAL.
Your BIGOTRY and HOAX has been BUSTED, you stand EXPOSED YET AGAIN! https://t.co/MvBpgq3eVj
— Abhishek Banerjee (@abhishekaitc) December 15, 2021
এবার পাল্টা টুইট করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডির (Union Minister of Culture and Tourism G. Kishan Reddy )। স্রেফ 'সংস্কৃতি মন্ত্রকের পরিশ্রম'-ই নয়, দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতির জন্য যাবতীয় কৃতিত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই।
'Durga Puja in Kolkata' has been inscribed by @UNESCO as an Intangible Cultural Heritage of Humanity.
This recognition is due to 2 years of hard-work of the @MinOfCultureGoI through @sangeetnatak.
I would also like to thank @MEAIndia & India's Permanent Delegation to UNESCO. https://t.co/39fZboYSvi
— G Kishan Reddy (@kishanreddybjp) December 17, 2021
The strong relationships that PM @narendramodi ji built with other countries led to this motion being co-sponsored by Japan and supported by 16 countries.
Durga Puja now joins 13 prior intangible inscriptions from India including Yoga, Kumbh Mela, Vedic & Buddhist chanting.
— G Kishan Reddy (@kishanreddybjp) December 17, 2021
This is not just a proud moment for the people of Bengal, but for all Indians & the Hindu community across the world that recognizes the Shakti of women by celebrating the female goddess in all forms.
My congratulations to all officers in @MinOfCultureGoI who made this possible.
— G Kishan Reddy (@kishanreddybjp) December 17, 2021
ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল 'মেগা ফেস্টিভ্যাল' হিসেবে স্বীকৃতি দিয়েছিল আগেই। চলতি বছরের অগাস্ট দুর্গাপুজোর জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে তৎপর হয় রাজ্য সরকারও। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের মাধ্যমে আবেদন করা হয় রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিভাগে। সেই আবেদনের মূল্যায়ন করেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সেই বিচারেই এ বার 'হেরিটেজ' তকমা পেল পশ্চিমবঙ্গের শারদোৎসব।