চিকিত্সায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ চিত্তরঞ্জন শিশু সদন হাসপাতালের বিরুদ্ধে
চিকিত্সায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল চিত্তরঞ্জন শিশু সদন হাসপাতালের বিরুদ্ধে। ভবানীপুর থানায়, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃত শিশুর পরিবার। গত রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার রাইপুর এলাকা থেকে প্রসবের জন্য চিত্তরঞ্জন শিশু সদনে ভর্তি হন এক মহিলা। রবিবারই সন্তান প্রসব করেন সেই মহিলা। এরপর পরিবারের অভিযোগ, সোমবার শিশুটি সুস্থ থাকলেও, পরের দিকে সোমবার বিকেলে আচমকাই মৃত্যু হয় শিশুটির।
![চিকিত্সায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ চিত্তরঞ্জন শিশু সদন হাসপাতালের বিরুদ্ধে চিকিত্সায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ চিত্তরঞ্জন শিশু সদন হাসপাতালের বিরুদ্ধে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/02/62250-sishuhospital2-8-16.jpg)
ওয়েব ডেস্ক: চিকিত্সায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল চিত্তরঞ্জন শিশু সদন হাসপাতালের বিরুদ্ধে। ভবানীপুর থানায়, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃত শিশুর পরিবার। গত রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার রাইপুর এলাকা থেকে প্রসবের জন্য চিত্তরঞ্জন শিশু সদনে ভর্তি হন এক মহিলা। রবিবারই সন্তান প্রসব করেন সেই মহিলা। এরপর পরিবারের অভিযোগ, সোমবার শিশুটি সুস্থ থাকলেও, পরের দিকে সোমবার বিকেলে আচমকাই মৃত্যু হয় শিশুটির।
আরও পড়ুন ক্রিস্টোফার রোডে রাতভর গাছের টঙে উঠে বসে এক জাপানি যুবক!
পরিবারের অভিযোগ চিকিত্সাকদের উদাসীনতায় মৃত্যু হয়েছে। ঘটনাটি ভালো করে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে হাসপাতাল এবং পুলিসের পক্ষ থেকে।
আরও পড়ুন পরিবহণ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ নিবেদিতা সেতুর টোল প্লাজার কর্মীদের বিরুদ্ধে