রাজ্যের চপার পরিষেবা দায়িত্বে অ্যারিট্রোপলিসকে দিল পরিবহণ দফতর
রাজ্যে চপার পরিষেবার যাবতীয় দায়িত্ব বেঙ্গল অ্যারিট্রোপলিসকে দিল পরিবহণ দফতর। আজ পরিবহণদফতরের সঙ্গে বেঙ্গল রাজ্যে চপর পরিষেবার অ্যাভিয়েশন সিস্টেম চালু করল পরিহণ দফতর। মাসিক পাঁচ লক্ষ টাকা খরচে রাজ্য চপার সার্ভিসের পরিচালনার দায়িত্ব নিল বেঙগল অ্যারিট্রোপলিস। পরিবহণ ভবনে রিহণমন্ত্রী মদন মিত্রের সঙ্গে আজ অ্যারিট্রোপলিসের সঙগে আজ মউ স্বাক্ষর হয়। মহারাষ্ট্র পঞ্জাব উত্তরপ্রদেশের মতো এবার কপ্টার পরিষেবা যাবতীয় পরিচালনার ভার অ্যারিট্রোপলিসের হাতে।
রাজ্যে চপার পরিষেবার যাবতীয় দায়িত্ব বেঙ্গল অ্যারিট্রোপলিসকে দিল পরিবহণ দফতর। আজ পরিবহণদফতরের সঙ্গে বেঙ্গল রাজ্যে চপর পরিষেবার অ্যাভিয়েশন সিস্টেম চালু করল পরিহণ দফতর। মাসিক পাঁচ লক্ষ টাকা খরচে রাজ্য চপার সার্ভিসের পরিচালনার দায়িত্ব নিল বেঙগল অ্যারিট্রোপলিস। পরিবহণ ভবনে রিহণমন্ত্রী মদন মিত্রের সঙ্গে আজ অ্যারিট্রোপলিসের সঙগে আজ মউ স্বাক্ষর হয়। মহারাষ্ট্র পঞ্জাব উত্তরপ্রদেশের মতো এবার কপ্টার পরিষেবা যাবতীয় পরিচালনার ভার অ্যারিট্রোপলিসের হাতে।
গঙ্গাসাগর, দুর্গাপুর, মালদা, বালুরঘাট, হলদিয়া, শান্তিনিকেতন। বেহালা থেকে এই সব জায়গায় চপার সার্ভিস চালু হয়েছে। তার পুরো পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ যাতে সুষ্ঠু ভাবে হয়, তার জন্য বেঙ্গল অ্যারিট্রোপলিসকে দায়িত্ব দেওয়া হয়েছে।