ভারতীর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার ৫৭ বোতল মদ
গতকালের পর আজও ভারতী ঘোষের বাড়িতে তল্লাশি চালাল সিআইডি। উদ্ধার হল বিপুল পরিমাণ সরকারি নথি।
নিজস্ব প্রতিবেদন: শুক্রবারের পর বৃহস্পতিবারও ভারতী ঘোষের মাদুরদহের বাড়িতে তল্লাশি চালাল সিআইডি। নগদ টাকার পর এবার উদ্ধার হল বিপুল পরিমাণ সরকারি নথি ও বিদেশি মদ।
মঙ্গলবার প্রাক্তন পুলিসকর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল ২.৫ কোটি টাকা। বৃহস্পতিবার ভারতীর বাড়ি থেকে মিলল বিপুল পরিমাণ সরকারি ফাইল ও নথি। তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা সংক্রান্ত প্রচুর নথি। উদ্ধার নথির সিংহভাগই অস্ত্রের লাইসেন্স ও চাকরিপ্রার্থীদের নথি যাচাইয়ের আবেদন। এছাড়াও উদ্ধার হয়েছে ৫৭ বোতল বিদেশি মদ। ৩৯ লিটার এই মদের বেশিরভাগই নামিদামি বিদেশি ব্র্যান্ডের। প্রশ্ন উঠছে, এত নামিদামি বিদেশি মদের বোতল এল কোথা থেকে?
আরও পড়ুন- আমলা মন্ত্রে তৃণমূলকে ঘায়েল করতে বৈঠকে বিজেপি
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের পুলিস সুপার থাকাকালীন স্বর্ণ ব্যবসায়ীদের থেকে ভারতী ঘোষ তোলা তুলতেন বলে অভিযোগ। সোনার কারবারি চন্দন মাজির অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে সিআইডি।