CM Mamata Banerjee: 'প্রতিটা ফাইল দেখে সই করুন, পাইলট গাড়ি ব্যবহার নয়', মন্ত্রীদের ফরমান মমতার

CM Mamata Banerjee: এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "মন্ত্রিসভার বৈঠকে ১৮টি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, ৫টি ইন্ডাস্ট্রিয়াল পার্কের অনুমোদন মিলেছে। ৬০০ কোটি টাকা বিনিয়োগ হবে। ৪ হাজার কর্মক্ষেত্র হবে।"

Updated By: Aug 18, 2022, 05:45 PM IST
CM Mamata Banerjee: 'প্রতিটা ফাইল দেখে সই করুন, পাইলট গাড়ি ব্যবহার নয়', মন্ত্রীদের ফরমান মমতার
প্রতীকী ছবি

সুতপা সেন: মন্ত্রিসভার রদবদলের পর প্রথমবার ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)। সেই বৈঠকে অন্যান্য মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।  

মন্ত্রীদের মমতার সতর্কবার্তা

১) সবাই সাবধানে কাজ করবেন। প্রত্যেকটা ফাইল দেখে সই করবেন। প্রয়োজনে কারও সঙ্গে আলোচনা করে নেবেন।

২) মন্ত্রীরা পাইলট গাড়ি ব্যবহার করা পারবেন না। মানুষ এসব পছন্দ করে না।

৩) প্রতিমন্ত্রীদের জন্যও নির্দিষ্ট কাজ বেঁধে দেবে মুখ্যমন্ত্রীর দফতর।  

৪) কলকাতার মধ্যে কোনও মন্ত্রী পাইলট কার ব্যবহার করতে পারবেন না।

৫) গাড়িতে লালবাতি, নীলবাতি লাগানো যাবে না।

৬) বিজেপি ফাঁদে ফেলতে চাইছে। তাতে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হবে।

৭) জ্যোতিপ্রিয় মল্লিককে ধমক মমতার।

৮) নতুন করে কোনও প্রকল্পের প্রস্তাব দেবেন না। 

৯) আগেই অনেক প্রস্তাব জমা রয়েছে। আগে সেগুলো শেষ করতে হবে।

এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "মন্ত্রিসভার বৈঠকে ১৮টি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, ৫টি ইন্ডাস্ট্রিয়াল পার্কের অনুমোদন মিলেছে। ৬০০ কোটি টাকা বিনিয়োগ হবে। ৪ হাজার কর্মক্ষেত্র হবে।"

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.