আগের বার জেতা আরও দুটি আসন দাবি করল কংগ্রেস
জোটে নতুন জট। এবার কাঁটা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। আগের বার জেতা দুটি আসন দাবি করল কংগ্রেস। আগের ৭৫টির সঙ্গে আজ নতুন করে এই দুটি আসনে লড়ার কথা ঘোষণা করেছেন অধীর চৌধুরী।
![আগের বার জেতা আরও দুটি আসন দাবি করল কংগ্রেস আগের বার জেতা আরও দুটি আসন দাবি করল কংগ্রেস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/03/12/51386-adhirchoudhury12-3-16.jpg)
ওয়েব ডেস্ক: জোটে নতুন জট। এবার কাঁটা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। আগের বার জেতা দুটি আসন দাবি করল কংগ্রেস। আগের ৭৫টির সঙ্গে আজ নতুন করে এই দুটি আসনে লড়ার কথা ঘোষণা করেছেন অধীর চৌধুরী।
এনিয়ে এখনও পর্যন্ত ৭৭টি আসনের দাবি জানাল হাত শিবির। অধীর চৌধুরীর যুক্তি, জোটের শর্ত অনুযায়ী গতবারের জেতা আসনে সংশ্লিষ্ট দলেরই লড়ার কথা। সেইমতোই আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসনে লড়ার কথা তাঁদেরই। কিন্তু, ওই আসন দুটি ছাড়তে নারাজ RSP। ইতিমধ্যে ওই দুই আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। আসন জট কাটাতে বাম শরিক RSP কী পদক্ষেপ করে তা দেখার।