সারদায় সিবিআই তদন্তে রাজ্যের অসহযোগিতার অভিযোগে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস
সারদা তদন্তে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস। কংগ্রেস নেতা আব্দুল মান্নানের অভিযোগ, রাজ্যের এক মন্ত্রী যেভাবে সিবিআই অফিসের সামনে ধরণা কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন তাতে শীর্ষ আদালতের অবমাননা হচ্ছে। গোটা ঘটনার দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন দীপা দাশমুন্সি।
ওয়েব ডেস্ক: সারদা তদন্তে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস। কংগ্রেস নেতা আব্দুল মান্নানের অভিযোগ, রাজ্যের এক মন্ত্রী যেভাবে সিবিআই অফিসের সামনে ধরণা কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন তাতে শীর্ষ আদালতের অবমাননা হচ্ছে। গোটা ঘটনার দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন দীপা দাশমুন্সি।
শীর্ষ আদালতের নির্দেশে সারদা কাণ্ডের তদন্ত করছে সিবিআই। কিন্তু, প্রথমদিন থেকেই সিবিআইয়ের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করার অভিযোগে সরব তৃণমূল। প্রতিবাদে আইন মন্ত্রীর নেতৃত্বে সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সের অফিসের সামনে ধরণা দিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস। কংগ্রেস নেতা আব্দুল মান্নানের অভিযোগ, রাজ্যের শাসকদলের এই অসহযোগী মনোভাবের কারণে সিবিআইয়ের তদন্ত বাধাপ্রাপ্ত হচ্ছে। শিগগিরি বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস।
আইনমন্ত্রীর ভূমিকার কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রও। দীপা দাসমুন্সির দাবি, সারদা তদন্তে যেভাবে শাসকদলের একের পর এক নেতা মন্ত্রীর নাম জড়াচ্ছে তাতে দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রীও। তাঁর দাবি, অবিলম্বে দায়িত্ব ছাড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার কংগ্রেসের তরফে সারদার ক্ষতিগ্রস্ত আমানতকারী ও এজেন্টদের নিয়ে গণকনভেনশনের আয়োজন করা হয়েছিল। আগামী দিনে এই আন্দোলন আরও জোরদার করার কথা জানিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।