কোন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি, এবার চিহ্নিত করবে স্বাস্থ্য দফতরের নতুন সেল

সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর অসিত বিশ্বাসের নেতৃত্বে ৯ সদস্যের এই সেল গঠন হয়েছে।

Reported By: তন্ময় প্রামাণিক | Updated By: Apr 9, 2020, 04:19 PM IST
কোন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি, এবার চিহ্নিত করবে স্বাস্থ্য দফতরের নতুন সেল

নিজস্ব প্রতিবেদন:  করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিত্য নতুন পদক্ষেপ করছে রাজ্য সরকার। এবার করোনা মোকাবিলায় স্বাস্থ্য দফতর বিশেষ ডাটা এনালাইসিস সেল গঠন করল।
কী এই সেলের কাজ? 
সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর অসিত বিশ্বাসের নেতৃত্বে ৯ সদস্যের এই সেল গঠন হয়েছে।
কোন এলাকায় বেশি আক্রান্ত হচ্ছে, সেই এলাকাকে চিহ্নিত করবেন এই সেলের সদস্যরা। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 
কী কী বিধিনিষেধ আরোপ করা যায়, তা পর্যালোচনা করে দেখবে এই সেল।
যে এলাকাগুলোতে বিশেষত যেখান থেকে বেশি সংখ্যক মানুষের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, সেখানে আরও বেশি করে পরীক্ষাকেন্দ্র করে, বেশি পরীক্ষা করা, তা খতিয়ে দেখবে এই সেল।

করোনা মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন, বিশ্বজুড়ে চাহিদার জোগান দিতে তৈরির অনুমতি চাইল বেঙ্গল কেমিক্যালস্
রেনডম পরীক্ষা করা যায় কিনা, তাও পর্যালোচনা করে দেখবে।
 এই সমস্ত বিষয়ে ডাটা এনালাইসিস সেল বিশ্লেষণ করবে।
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় রাজ্য তিনটি টাস্ক ফোর্স গঠন করছে। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি টাস্ক ফোর্স স্বাস্থ্য সংক্রান্ত, এটি রিলাক্সসেশন ও রেসক্ট্রিশনের বিষয়টি দেখবে। দ্বিতীয়টি অর্থনৈতিক সংক্রান্ত ও আরও একটি এনফোর্সমেন্ট ফোর্স তৈরি করা হয়েছে। এটি হোম সেক্রেটারির অধীনে থাকবে।
করোনা প্রতিরোধে সর্বোতভাবে চেষ্টা করছে রাজ্য প্রশাসন। তবে তার সঙ্গে সচেতন হতে হবে মানুষকেও। তাই বারবার মানুষকে লকডাউন মেনে চলার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

.